ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রোদের অপেক্ষায় | লিটন কুমার চৌধুরী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
রোদের অপেক্ষায় | লিটন কুমার চৌধুরী

আয়রে আমার সূয্যি মামা 
মেঘ ফুঁড়ে তুই আয়, 
শিশির কণায় চুমো এঁটে
ঘরের জানালায়।

হিম হিম হিম কাঁপছি শীতে 
রোদের অপেক্ষায় 
ঘুমকাতুরে বলবে সবাই
বকবে বাবা মা’য়।

আয়রে আমার সূয্যি মামা
বাড়ির আঙিনায়
বাইরে যাবো, পাখির ডানায়
মেলতে হাওয়ায় চায়।

তুই উঠলে আমি উঠি
তোরই উষ্ণতায়
তাই বলেছি সূয্যি মামা
আয় ছুটে আয়।

রোদের ছটা দিলে তবে
ঘরের বাইরে হই
তখন না হয় রোদ মেখে গায়
পড়বো অবশ্যই।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।