ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বইমেলায় শিশুদের স্বপ্নরাজ্য ‘ইকরিমিকরি’

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
বইমেলায় শিশুদের স্বপ্নরাজ্য ‘ইকরিমিকরি’

প্রতি বছরের মতো এবছরও ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা। বড়দের মতো বইপ্রেমী শিশুরাও যেন সারা বছর অপেক্ষায় থাকে এই মেলার জন্য। 

এবারও অমর একুশে গ্রন্থমেলার শিশু চত্বরে নানানধর্মী শিশুতোষ বই নিয়ে হাজির হয়েছে শিশুতোষ প্রকাশনাগুলোর সুন্দর সুন্দর স্টল। এসব প্রকাশনাগুলোর মধ্যে ‘ইকরিমিকরি’ অন্যতম।

২০১৬ সাল থেকেই শিশুতোষ এ প্রকাশনী অমর একুশে গ্রন্থমেলায় অংশ নিচ্ছে। চলতি বছরে তারা আগের তুলনায় একটু বড় পরিসরে কাজ করছে। এবার গল্প, কবিতা, ছড়া, লোককাহিনী, কমিক বই, রূপকথার বইয়ের পাশাপাশি নিয়ে এসেছে অক্ষর চেনার বই ও  শিশুতোষ পত্রিকা ‘ইকরিমিকরি’।  

গত বছরের বৈশাখ থেকে এ প্রকাশনী শিশুদের উপযোগী এ মাসিক পত্রিকা বের করছে। মজার ব্যাপার হচ্ছে, এবার ইকরিমিকরি তাদের স্টল এমনভাবে সাজিয়েছে যাতে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই শিশুদের মনে হবে যেন তারা পা রেখেছে কোনো রূপকথার দেশে। যেখানে মেঘের সিঁড়ি বেয়ে ছুঁয়ে দেখা যাবে সূর্য আর সাদা পাখি। যেখানে ছোট্ট সোনাদের জন্য ডানা রেখে গেছে বর্ণিল কোনো প্রজাপতি।  

...ইকরিমিকরির ভাষ্য, এটি কেবল প্রকাশনা নয়, আমরা শিশুদের জন্য এমন এক স্বপ্নরাজ্য গড়তে চাই যা হবে তাদেরই মতো। এখানে ৩/৪ বছর বয়সী থেকে শুরু করে ১০ বছর বয়সী শিশুদের কথা মাথায় রেখেই বই তৈরি ও ইলাস্ট্রেশনের কাজ করার পরিকল্পনা থাকে। তাছাড়া বাবা মায়েরা স্টলে গিয়ে শিশুদের বয়স বললেই তাদের উপযোগী বইগুলো সাজেস্ট করে দেওয়া হবে।  

বয়স অনুযায়ী ইকরিমিকরিতে রয়েছে প্রায় ৬৫টির বেশি বই। বেশিরভাগ বইতেই যথাসম্ভব কম যুক্তাক্ষর ব্যবহার করা হয়েছে যাতে সদ্য পড়তে শেখা শিশুরা নিজে নিজে পড়তে পারে। বেশিরভাগ বইই পিকটোরিয়াল যাতে একেবারেই ছোট শিশুদের জন্য ছবির মাধ্যমে মজা করে একটি গল্প বলা হয়েছে।

ইকরিমিকরি প্রসিদ্ধ ও নবীন লেখক, ছড়াকার ও শিল্পীর কাজ নিয়েই অগ্রসর হচ্ছে। এদের মধ্যে রয়েছেন সুকুমার বড়ুয়া, ইমদাদুল হক মিলন, ধ্রুব এষ, রফিকুন নবী, আহমেদ রিয়াজ, তুষার আবদুল্লাহ, সাইদুস সাকলায়েন, কাকলী প্রধান, মানব গোলদার, ফারজানা তান্নী, সাদিকা রুমন, সানজিদা সামরিন প্রমুখ। মজার মজার ছবিতে সেসব লেখা জীবন পেয়েছে। ইকরিমিকরির বইগুলোয় এঁকেছেন সব্যসাচী মিস্ত্রী, চিন্ময় দেবর্ষী, দেওয়ান আতিকুর রহমান, বিপ্লব চক্রবর্তী, নাজমুল আলম মাসুম, শামীম আহমেদসহ আরও অনেকে।  

আগের প্রকাশিত বইগুলোর সঙ্গে এবারের বইমেলাতে আরও যোগ হয়েছে নতুন কয়েকটি বই ধ্রুব এষের লেখা দুটি ‘বই অং বং চং’ ও ‘ভারি মজা তো!’, সাইদুস সাকলায়েনের ‘সবাই মিলে নাচি’। আছে রূপান্তরধর্মী বই আনীলা পারভীনের ‘অস্ট্রেলিয়ার রূপকথা’ ও সানজিদা সামরিনের ‘আফ্রিকার রূপকথা’, রুশিদান ইসলামের ছড়া চাই ছড়া, মোজাম্মেল হক নিয়োগীর পাখিদের খুশির দিনসহ এসেছে আরও কয়েকটি বই। এছাড়াও কয়েকদিন পর আরও নতুন কিছু বই আসবে।  

বইমেলায় ইকরিমিকরির বইগুলো নেড়েচেড়ে দেখতে ঢুঁ মারতে হবে ৭৭৫-৭৭৬ নম্বর স্টলে। এছাড়াও ইকরিমিকরির বই ও ম্যাগাজিন কেনা যাবে- পাঠক সমাবেশ, বাতিঘর, বেঙ্গল বই, বই বিচিত্রা, কথাপ্রকাশ, চর্চা, পিবিএস, আগোরা, স্বপ্ন, ডেইলি শপিং শপ এন সেভ, রকমারি ডটকম,  ইকরিমিকরি ডটকম, ইকরিমিকরি ফেসবুক শপ ও দারাজ ডটকম থেকে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।