ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

অটোগ্রাফ সংগ্রহের গল্প

মোহাম্মদ আনোয়ারুল কাদির | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১১
অটোগ্রাফ সংগ্রহের গল্প

অটোগ্রাফ সংগ্রহের শখ আমার ছোটবেলার। অটোগ্রাফ সংগ্রহের এ সুযোগ হয়েছিল দৈনিক সংবাদপত্র পড়ার মাধ্যমে।

ছোটবেলায় সংবাদপত্র পড়ার অভ্যাস আমার মোটেও ছিল না। কিন্তু প্রতিদিন রাতে বাংলায় বহুল প্রচারিত দৈনিক আজাদের গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমার বাবাকে পড়ে শোনাতে হতো। তখন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়তাম। আমার বাবা নওগাঁ জেলার মরহুম খান সাহেব মোহাম্মদ আফজাল একজন অবসরপ্রাপ্ত সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, একই সাথে সাহিত্যিক, সমাজসেবী ও নওগাঁ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সংবাদগুলো পড়ে শোনানোর সময় সংবাদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে আমার বাবা ধৈর্য সহকারে সসেব বিষয় সম্পর্কে বলতেন। তখন আমার মনে আকাঙ্ক্ষা জাগত কিভাবে বিখ্যাত ব্যক্তিদের সাথে পরিচিত হওয়ার  সুযোগ পাবো।

Yeasirএই আকাঙ্ক্ষা থেকে অটোগ্রাফ সংগ্রহের জন্য চিঠি দিতে শুরু করলাম। সেই সময় বিদেশে পত্র পাঠাতে এরোগ্রামে খরচ লাগতো মাত্র ৮ আনা। এভাবে এরোগ্রামে নিজ হাতে ইংরেজিতে বিদেশের বিখ্যাত ব্যক্তিদের কাছে চিঠি লিখে ৩ হাজারেরও অধিক অটোগ্রাফ (ছাপানো নয়) ও চিঠি সংগ্রহ করেছি। তখন আমার বয়স ছিল মাত্র ১২ বছর। সেই সময় আমি বিস্মিত হয়েছি যে, বিখ্যাত ব্যক্তিরা অটোগ্রাফ পাঠিয়ে আমার আবেগের প্রতি সমর্থন জানাবেন।

সর্বপ্রথম আমার চিঠির সাড়া দিয়ে অটোগ্রাফ ও চিঠি পাঠিয়েছিলেন পাকিস্তানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও আন্তর্জাতিক আদালতের বিচারপতি (পরবর্তীতে প্রধান বিচারপতি) স্যার মোহাম্মদ জাফরুল্লাহ খান। পরে পত্র দিয়েছিলেন, আমেরিকার নিহত প্রেসিডেন্ট জন. এফ. কেনেডি, প্রখ্যাত নিগ্রো গায়িকা ও মানবাধিকার কর্মী মিস মেরাইন এনডারসন, নিগ্রো নেতা ও শান্তিতে নোবেল বিজয়ী ড. রালপছ জে. বানচে, বৃটিশ দার্শনিক ও সাহিত্যে নোবেল বিজয়ী লর্ড বার্ট্রান্ড রাসেল, প্রধানমন্ত্রী লর্ড হেরেল্ড উলসন, পররাষ্ট্রমন্ত্রী লর্ড ক্যারিংটন, রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ স্যার রবার্ট জ্যাকসন, কম্বোডিয়ার রাজা প্রিন্স নরোদম সিহানুক।

অটোগ্রাফসহ আরো চিঠি পাঠিয়েছিলেন-ভারতের রাজনীতিবিদ ও আইনজীবী কে এন কাটজু, শিখনেতা মাস্টার তারা সিংহ, প্রধানমন্ত্রী চন্দ্রশেখর ও মোরারজি দেশাই। এছাড়া প্রথম সেনাপতি জেনারেল কে. এম কারিয়াপপা, শেরে কাশ্মীর শেখ মো. আব্দুল্লাহ, কমিউনস্টি নেতা  ই. এ. এস. নামবরিপাত, ফিলিপাইনের প্রেসিডেন্ট র্ফাদন্যিান্ড ই. মার্কোস, পাকিস্তানের মিস ফাতেমা জিন্নাহ্ , নবাবজাদা নাসরুল্লাহ খান, প্রধান বিচারপতি এম. আর কায়ানি, পূর্ব পাকিস্তানের গভর্নর লে. জে. এম আজম খান, সাংবাদিক ও পরবর্তীতে রাষ্ট্রদূত শোয়েব কোরেশী, প্রখ্যাত কবি ফয়েজ আহম্মেদ ফয়েজ, সঙ্গীতশিল্পী নূরজাহান বেগম, ক্রিকেটার এমরান খান, সেেনগালের কবি ও প্রেসিডেন্ট লিওপোল্ড সেদার সেন্ গোর,  নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ্ওয়াটলার নাশ প্রমুখ।

Sattajitঅটোগ্রাফ পাঠানো বিখ্যাত ব্যক্তিদের মধ্যে আরো রয়েছেন-ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহুরু, ড. এস রাধা কৃষ্ণানন, সি রাজা গোপালচারী, জয়প্রকাশ নারায়ণ, শেষ বড়লাট লর্ড মাউন্টব্যাটন, বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়, যুগোসøাভিয়ার জাতির জনক মার্শাল জোসেফ ব্রজ টিটো, তুরস্কের প্রথম মন্ত্রী-পরবর্তীতে প্রেসিডেস্ট জেনারেল ইসমাত ইনানো, ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ড. মোহাম্মদ হাতা, সুদানের প্রথম প্রেসিডেন্ট জেনারেল ইব্রাহীম এবাউদ, সাইপ্রাসের প্রথম প্রিেসডেন্ট ধর্মযাজক মিকারাস, তিউনিসিয়ার জাতির জনক হাবিব বরওইবা, টানগানাইকার জাতির জনক জুলিয়াস কে নাইরি, জর্দানের বাদশাহ হুসাইন, মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদত, নাইজেরিয়ার প্রথম প্রধানমন্ত্রী ড. আবু বকর তফেয়া বালেয়া, ইথিওপিয়ার শেষ সম্রাট হাইলে সেলাসি , আমেরিকার রকেট বিজ্ঞানী ড. জজ ভনব্রাউন ও প্রথম এভারেস্ট বিজয়ী শেরপা তেনজিং এ্যাডমাউন্ট হিলারী। অটোগ্রাফ পাঠান জাতিসংঘের প্রথম মহাসচিব  ট্রি গেফ লাই।

অটোগ্রাফ সংগ্রহের নেশা আমাকে সারাক্ষণ তাড়িত করতো। অটোগ্রাফ সংগ্রহের আনন্দদায়ক হাজারো স্মৃতি রয়েছে আমার। ১৯৫৭ সালের ১৮ সেপ্টেম্বর বিশেষ ট্রেনে তদানীন্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ, শেখ মুজিবুর রহমান  সকাল ৯টায় সান্তাহার রেলওয়ে এসিেছলেন। তখন আমি সবে সপ্তম শ্রেণীর ছাত্র।   নিরাপত্তা কড়াকড়ির মাঝেও ট্রেনের সংরক্ষিত কামরায় ঢুকে পড়ি অটোগ্রাফের জন্য। সেদিন প্রথম অটোগ্রাফের জন্য অনুরোধ জানালাম হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে। তখন তিনি পায়জামা ও গেঞ্জি পরিহিত অবস্থায় ছিলেন। তিনি ভাঙা বাংলায় আমাকে বিভিন্ন প্রশ্ন করলেন। পরে নিজ হাতে তার সুটকেস থেকে কলম বের করে আমার খাতায় অটোগ্রাফ দেন।

Nelsonপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাওলানা তর্কবাগীশ অটোগ্রাফ দেন। ২৬ এপ্রিল ১৯৬৬ সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সদ্য জেলখানা থেকে বেরিয়ে নওগাঁ শহরে নওজোয়ান মাঠে এক জনসভায় ভাষণ দেন। সেই দিন বক্তৃতা মঞ্চে গিয়ে বহুকষ্টে অটোগ্রাফ নিয়েছিলাম। প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অভিযানকালে ন্ওগাঁয় ২২ মে ১৯৯৮(?) সালে এক জনসভায় যোগ দিতে আসা মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম. এ. জি ওসমানীর অটোগ্রাফ নিয়েছিলাম। ২১ মার্চ ১৯৮১ সালে কারামুক্ত মুক্তিযোদ্ধা মেজর (অব.) আব্দুল জলিলের অটোগ্রাফ নিয়েছিলাম। বন্দি অবস্থায়  পাকিস্তানের রাজনীতিবিদ সীমান্ত গান্ধী পেশোয়ার জেল থেকে অটোগ্রাফ পাঠিয়েছিলেন ১০ জুলাই ১৯৬০ সালে। তিনি লিখেছিলেন ‘ জবষরমরড়হ রং ষড়াব, ঃৎঁঃয ধহফ ংবৎারপব ড়ভ যঁসধহরঃু.’
 
অসুস্থ দক্ষিণ আফ্রিকার ড. পি. বি ব্রালাইবার্ক-এর অটোগ্রাফ সংগ্রহের সুযোগ হয়েছিল। মৃত্যুর এক বছর পর তাঁর স্ত্রী ব্যাংক চেকের স্বাক্ষর সংগ্রহ করে পাঠিয়েছিলেন। তবে চিঠির উত্তর পাঠাতে সবচে’ দেরি করেন কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো।

আমেরিকার প্রেসিডেন্ট হারবার্ট হুবারকে বেশ কয়েকবার পত্র পাঠাবার পর ১৯৬১ সালের ৬ আগস্ট তাঁর ৮৭তম জন্মবার্ষিকীর স্পেশাল স্মারক গ্লোব ডেমোক্রেট সানডে ম্যাগাজিনের প্রথম পৃষ্ঠায় অটোগ্রাফ পাঠিয়েছেন ম্যাগাজিনসহ।

নোবেল পুরস্কার বিজয়িণীদের মধ্যে ৪০ জনের অধিক অটোগ্রাফ ও পত্র সংগ্রহ করেছি। তন্মধ্যে দু’বার নোবেল বিজয়ী ড. এল পাউলিং, সাহিত্যে ষ্টেন বেগ, মেডিসিনে জোনসস সলক, সাহিত্যে মিস পার্ল এস বার্ক, ফ্রান্সের রাজনীতিবিদ ও সাহিত্যে নোবেল বিজয়ী আন্দ্রে মালরোর, গোয়েতেমালার গণতন্ত্রকামী নেতা ও সাহিত্যে নোবেল বিজয়ী সেনোর মিজুয়েল এ্যাঞ্জেল অসটোরিয়াস, শান্তিতে নোবেল বিজয়ী তিব্বতের আধ্যাত্মকি নেতা দালাই লামা, শান্তিতে নোবেল বিজয়ী বৃটিশ লেবার পার্টির নেতা ফিলিপ নোয়েল বেকার, বিজ্ঞানে নোবেল বিজয়ী স্যার জন কক ক্রোফট ও গুয়েতেমালার শান্তিতে নোবেল বিজয়ী নারী রিগোবারটো ম্যানচু।

সংগ্রহ করেছি জার্মানীর বিশিষ্ট ব্যক্তিদের ৫০টির মতো অটোগ্রাফ। তাদের মধ্যে জার্মানীর প্রথম প্রেসিডেন্ট ড. থিওডর হিউস, নোবেল পুরস্কার জয়ী ড. ওটো হ্যানরিজ ওয়ারবার্ক , ড. উইলী ব্র্যান্ড, আন্তর্জাতিক প্রাণি বিজ্ঞানী প্রফেসর ড. বারহার্ড গ্রীজিমেক, প্রখ্যাত সাংবাদিক রবার্ট এইচ লোচনার, প্রখ্যাত গায়ক আচার্য ম্যানফ্রেড এম, জুনয়াস, চ্যাঞ্চেলর ড. এ কে এডিনেওয়ার প্রমুখ।
১৯৮৮ সালে বিশ্বকাপ ক্রিকেট বিজয়ী ১৪ জন শ্রীলঙ্কার খোলোয়াড় ও ১৯৯৮ সালের বিজয়ী ১৬ জার্মান খেলোয়াড়ের অটোগ্রাফ সংগ্রহ করতে সক্ষম হয়েছি।

আমার জন্ম ১৯৪১ সালের ২৪ ডিসেম্বর নওগাঁ জেলার রাণীনগর উপজেলার খটেশ্বর গ্রামে।

১৯৭২-৭৬ পর্যন্ত নিখিল বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সদস্য নির্বাচিত হই। ১৯৭৭-৮০ সাল পর্যন্ত নওগাঁ সাংবাদিক সমিতি ও নওগাঁ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি। দীর্ঘ সময় নিজস্ব সংবাদদাতা হিসেবে কাজ করেছি জাতীয় ইংরেজি ও বাংলা পত্রিকায় । ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণ করেন আমার বড় ভাই মো. আনোয়ারুল আজীম। অপর ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০২ সালে মারা যান।

বিশ্বের বিভিন্ন দেশের সাথে রক্তাক্ত বাংলাদেশের সেতুবন্ধন তৈররি জন্যই আজীবন কাজ করেছি অটোগ্রাফ সংগ্রহে। সংগ্রহ করা এসব অটোগ্রাফ প্রদর্শনীর মাধমে অর্থ সংগ্রহ করে তা দেশের প্রতিবন্ধীদের জন্য কিছু করতে চাই। সেই সাথে ইচ্ছা রয়েছে জাতীয় পর্যায়ে একটি অটোগ্রাফ জাদুঘর প্রতিষ্ঠা করার এবং অটোগ্রাফ সংগ্রহের অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার। আমার এ প্রচেষ্টায় সরকার ও দেশি-বিদেশি সংস্থার সার্বিক সহায়তা কামনা করছি।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।