ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বইমেলায় বাবলু ভঞ্জ চৌধুরীর ‘শালিকবুড়ো ও ফড়িং’ 

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
বইমেলায় বাবলু ভঞ্জ চৌধুরীর ‘শালিকবুড়ো ও ফড়িং’ 

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় এসেছে শিশুসাহিত্যিক বাবলু ভঞ্জ চৌধুরীর গল্পের বই ‘শালিকবুড়ো ও ফড়িং’। মোট ১২টি মজার ও আকর্ষণীয় গল্প দিয়ে সাজানো হয়েছে বইটি। সঙ্গে রয়েছে অলংকরণ।

নিয়মিত জাতীয় পত্রিকায় শিশুদের জন্য লেখা বাবলু ভঞ্জ চৌধুরীর এটি তার তৃতীয় গ্রন্থ। জলবায়ু পরিবর্তন ও কল্পবিজ্ঞান তার প্রিয় বিষয়।

বইটির মূল্য ১৬০ টাকা। প্রকাশ করেছে ডাংগুলি। প্রচ্ছদ করেছেন নাইমুর রহমান। অলংকরণ দেলোয়ার রিপন। মেলার শিশু চত্বরের ৭৬৬ নম্বর স্টলে এবং বইটির একমাত্র পরিবেশক কলি প্রকাশনীর ৩১৯, ৩২০, ৩২১ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।