ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শুরু

আরিফুল ইসলাম আরমান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ শুরু

ঢাকা: বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব ‘পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১২’ শুরু হচ্ছে আজ। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।



প্রতিবারের মতো এবারও উৎসবটি আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। এবারের উৎসবের স্লোগান ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’।

উৎসবটি উৎসর্গ করা হচ্ছে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক মিশুক মুনীরের উদ্দেশে।

এবারের উৎসবে ৪০টি দেশের ২৩৩টি শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

উৎসবে ১৮ বছর বয়স পর্যন্ত যে কেউ বিনামূল্যে ছবিগুলো উপভোগ করতে পারবে।

উৎসবে ছবি প্রদর্শন করা ছাড়াও থাকছে শিশুতোষ চলচ্চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। এছাড়া অনুষ্ঠিত হবে চলচ্চিত্র প্রতিযোগিতা।

আজ বিকেল ৪টায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হবে। উৎসব উদ্বোধন করবেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান একে খন্দকার বীর উত্তম।

সভাপতিত্ব করবেন বিশিষ্ট চিত্রশিল্পী মুস্তাফ‍া মনোয়ার।

উৎসবে সহযোগিতা করছে ইউনিসেফ এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।