ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশু চলচ্চিত্র উৎসবে স্বেচ্ছাসেবক আহ্বান

ইচ্ছেঘুড়ি প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১২
শিশু চলচ্চিত্র উৎসবে স্বেচ্ছাসেবক আহ্বান

বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব ‘পঞ্চম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব-২০১২’ শুরু হচ্ছে ২১ জানুয়ারি। চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।



প্রতিবারের মতো এবারও উৎসবটি আয়োজন করছে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। এবারের উৎসবের স্লোগান ‘ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’।

উৎসবটি সফলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক নেয়া হচ্ছে। স্বেচ্ছাসেবকদের বয়স অবশ্যই আট থেকে ১৬ বছরের মধ্যে হতে হবে।

তুমি যদি এই উৎসবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চাও তবে আগামী ৯ জানুয়ারি বিকেল পাঁচটায় অভিভাবকসহ নিচের ঠিকানায় যেতে পারো। ঠিকানা: ২০/এ সেন্ট্রাল রোড (দ্বিতীয় তলা), ঢাকা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।