ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মরার আগে মরেন তারা

সিরাজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১২
মরার আগে মরেন তারা

মিথ্যা কথা বলেন যারা
মিথ্যার সাথে চলেন যারা
ধিক তাঁদের ধিক
শত শত নয়কো ভাই সহস্রাধিক।

চোরের সাথে চলেন যারা
চোরের ভয়ে টলেন যারা
ধিক তাঁদের ধিক
শত শত নয়কো ভাই সহস্রাধিক।



মরার ভয় করেন যারা
মরার আগে মরেন তাঁরা
ধিক তাঁদের ধিক
হাজার হাজার নয়কো ভাই
লক্ষ লক্ষ ধিক।

পর নিন্দা করেন যারা
পর নিন্দা শুনেন যারা
ধিক তাঁদের ধিক
লক্ষ লক্ষ নয়কো ভাই
কোটি কোটি ধিক।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।