ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

পৃথিবীর যত সুখ মায়ের কোলে | বিএম বরকতউল্লাহ্

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২০
পৃথিবীর যত সুখ মায়ের কোলে | বিএম বরকতউল্লাহ্

রাগ করে খোকাবাবু ছেড়েছে বাড়ি
ফিরবে না তাই চড়েছে রেলগাড়ি
টিটি এসে বলে ভাই, দেন তো টিকিট
হাতিয়ে মাতিয়ে বলে, কেটেছে পকেট!

চোখ তুলে কপালে টিটি সাব ক’ন
বলেন কী ভাইসাব, কেটেছে কখন?
বাড়িছাড়া খোকাবাবু রেগে মেগে চুপ
আহারে খোকাবাবু, মায়া লাগে খুউব!

যাবে কোথা খোকাবাবু নেই তার দিশ
ক্ষুধাতুর খোকাবাবু করে নিসপিশ।
স্টেশনে স্টেশনে রেল থেমে থেমে যায়
উদাসীন চোখ মেলে বাহিরে তাকায়।

যায় গাড়ি যত দূরে কান্না আসে
একটিও চেনা মুখ নেই যে পাশে,
বারবার মনে পড়ে বকুনি মায়ের
ডাকে বুঝি ছোট ভাই আবুল খায়ের।

ক্ষুধাতুর খোকাবাবু মনে মনে কয়
মাগো তুমি কত দূরে, লাগে মনে ভয়!
গাড়ি যে থামে না আর চলে গড় গড়
পেছনে ফেলে রেখে চেনা বাড়ি ঘর।

মন তার কেঁদে ওঠে বাড়িতে যাওয়ার
মায়ের আদর আর মেলেনি খাবার।
পাড়ার লোকেরা সব খুঁজে হয়রান
খোকাবাবু একা একা করে অভিমান।

দেশ ঘুরে রেলগাড়ি ফিরেছে গ্রামে
জবুথবু খোকাবাবু কষ্টতে নামে
ভিড় ঠেলে মা এসে খাবলে ধরে-
কোথা ছিলি বাবা তুই, পাই না তরে!

ক্লান্তির রেশ দেখে খোকার চোখে
এটা ওটা পুরে দেয় ছেলের মুখে;
মাকে পেয়ে সব ব্যথা গিয়েছে ভুলে
মার চেয়ে বড় কিছু নেই দুই কূলে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।