ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কাঁপছে শীতে

হাবীবুল্লাহ মুহাম্মাদ হাসসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১২
কাঁপছে শীতে

কাঁপছে শীতে
কাঁপছে শীতে
কাঁপছে সারাদেশ
কাঁপছে গায়রে কশে।

কাঁপছে মানুষ
কাঁপছে পুরুষ
কাঁপছে নারীর চুল
কাঁপছে বাগরে ফুল।



কাঁপছে পাতা
কাঁপছে লতা
কাঁপছে সবুজ ঘাস
কাঁপছে বনরে গাছ।

কাঁপছে শরীর
কাঁপছে শিশির
কাঁপছে বুড়ো-বুড়ি
কাঁপছে ফুলরে কুঁড়ি।

কাঁপছে তরু
কাঁপছে মরু
কাঁপছে বালুচর
কাঁপছে থরো থরো।

কাঁপছে টোকাই
কাঁপছে বজোয়
কাঁপছে গায়রে মিশু
কাঁপছে পথরে শিশু।

কাঁপছে বিড়াল
কাঁপছে শিয়াল
কাঁপছে ইঁদুর, ছাগ
কাঁপছে বনরে বাঘ।

কাঁপছে রাখাল
কাঁপছে গোয়াল
কাঁপছে গরুর পাল
কাঁপছে বলি ও খাল।

কাঁপছে পাখি
কাঁপছে টুনি
কাঁপছে মোরগছানা
কাঁপছে ফড়িং ডানা।

কাঁপছে আমার তন
কাঁদছে আমার মন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।