ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ইংরেজিতে ভালো করছে জাপানী শিশুরা

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২
ইংরেজিতে ভালো করছে জাপানী শিশুরা

বিগত ৭ বছরে জাপানের জুনিয়র হাইস্কুল ছাত্র-ছাত্রীদের ইংরেজি লেখার ক্ষমতা বেড়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি এক জরিপ করে এতথ্য প্রকাশ করেছে।

গবেষণায় তারা সরকারি এবং বেসরকারি হাইস্কুলের নবম গ্রেডের ৩,৩০০ জন ছাত্র-ছাত্রীর পরীক্ষা নেয়।

পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদেরকে বলা হয় তাদের বন্ধুদের সম্পর্কে ইংরেজিতে লিখতে। এতে ৬৯ শতাংশ ছাত্র-ছাত্রী ৪ লাইনের বেশি লিখতে সক্ষম হয়।

সম্প্রতি প্রকাশিত পরীক্ষার ফলাফলে দেখা যায়, ২০০৩ সালের চেয়ে তাদেরে ইংরেজি সক্ষমতার হার ৮ শতাংশ বেড়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৪৮ শতাংশ ছাত্র-ছাত্রী সঠিক ইংরেজি লিখতে সক্ষম হয়। আগের চেয়ে এই হার বেড়েছে ১৩ শতাংশ।

জাপানের শিক্ষা মন্ত্রণালয় বলছে, ফলাফল থেকে বোঝা যাচ্ছে ইংরেজির ওপর ছাত্র-ছাত্রীদের আগ্রহ বাড়ছে।

উল্লেখ্য, জাপানিদের ব্যাপারে প্র্রচলিত একটি ধারণা এরকম যে, তারা ইংরেজি লেখার চাইতে বলার ওপর অনেক বেশি জোর দিয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।