ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভাবুক ছেলে

অদ্বৈত মারুত | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ১, ২০১২
ভাবুক ছেলে

ও বাছাধন তোর কাঁচা মন
চিনতে পারিস গাছ,
তুই কি জানিস জলে থাকে
হরেক রকম মাছ?

জানবি না ক্যান, মনটা যে তোর
রঙমাখা আকাশ
ফুলগুলো সব ফুটলে আহা
চোখ মেলে তাকাস।

শিশির ভেজা ঘাসের বনে
হাঁটতে পারিস তুই
তোর মনের ওই রঙ আকাশে
ভাবছি গিয়ে শুই।



সবই পারিস, জিতিস হারিস
খুঁজিস কাশের বন
ভাবের দেশে ঘুরে খোকা
ফেরাস পাঠে মন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।