ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খুকুর সাধ

মাহমুদ মেনন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০
খুকুর সাধ

ছোট্টখুকুর জানালাধারে
ছোট্টপাখি টুনটুনি,
লাফিয়ে বেড়ায়.. পুচ্ছ নাচায়
গান করে গুনগুনি।

তাই দেখে ছোট্টখুকুর
উড়তে ভারি মন চায়,
রঙিন দুটি পাখা মেলে
এই গাঁ থেকে ভিন গাঁয়।



দোয়েল কোয়েল ময়না শ্যামা
কিচির মিচির রবে,
শল্লা করে খুকুর এ সাধ
কেমনে পূরণ হবে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।