ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কর্ম সাধনা

রাকিবুল ইসলাম হৃদয় | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ৪, ২০১২
কর্ম সাধনা

আমি দুর্বার, অশান্ত
আমি অর্নিবাণ, দুরন্ত
আমি যে মহা এর কীর্তি।

আমি যুগে যুগে অমর
আমি অজেয়, সাফল্যেই সোপান।



আমি করেছি সৃষ্টি,
পৃথিবীর যা কিছু চির মহান।

আমি সমরে আমি শান্তিতে
আমি চিন্তায়, আমি দক্ষতায়।

আমি স্বপ্ন দেখাই নবীন পাথিককে
নব যৌবনে, নব উদ্যমে।

জাগাই মনের ভেতর
ঘুমিয়ে থাকা আমিকে।

আমি আশায়, আমি ভরসায়
আমি কর্মের সাধনা

আমি যে সাফল্যের
বেঁচে থাকার প্রেরণা।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।