ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশু একাডেমী বইমেলা শুরু বৃহস্পতিবার

জাহিদ ফয়সাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২
শিশু একাডেমী বইমেলা শুরু বৃহস্পতিবার

ঢাকা: বাংলাদেশ শিশু একাডেমীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১২ দিনব্যাপী শিশু বইমেলা। প্রতিদিন বিকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত এ মেলা চলবে।



তবে সরকারি ছুটির দিনগুলোতে সকাল ১০টায় মেলা শুরু হবে। এবারের বইমেলায় ৮৯টি শিশুতোষ প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল অংশ নিচ্ছে।

মেলায় বহুল আলোচিত ‘ডোরেমন কার্টুন বই’ নিষিদ্ধ করা হয়েছে। মেলার প্রথম দিনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সিসিমপুরের হালুম টুকটুকি সিকুরা।  

বইমেলা উপলক্ষে শিশু একাডেমীর সম্মেলন কক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন শিশু একডেমীর পরিচালক ফাল্গুনী হামিদ।  

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘১৭ মার্চ জাতির জনকের জন্মদিন। ওই দিন জাতীয় শিশু দিবস। শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমী এ বইমেলার আয়োজন করছে। ’

তিনি আরও বলেন, ‘তথ্য প্রযুক্তির এই যুগে একটি শিশুকে গড়ে তুলতে বইয়ের বিকল্প নেই। ’
ড. শিরিন শারমিন চৌধুরী সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, ‘এবারের বইমেলায় শিশুতোষ বইয়ের লেখক ও প্রকাশকদের পুরষ্কৃত করা হবে। ’

বৃহস্পতিবার বিকেল ৪টায় বইমেলার উদ্বোধন করবেনমহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।