ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

কুয়েত

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত শাখার সাংবাদিক সম্মেলন

মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুয়েত শাখার সাংবাদিক সম্মেলন

কুয়েত সিটি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদন প্রাপ্ত কুয়েত শাখা যুবলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে মতবিনিময় সভা ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় হোটেল রামাদায় মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় ও আওয়ামী যুবলীগ কুয়েত শাখার আহ্বায়ক ইমাম উদ্দিন বাদল এর সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কুয়েত শাখার (একাংশ) সভাপতি সেকান্দর আলী, মুক্তিযোদ্ধা শফিকুল আলম, আবুল কাশেম, বিবা সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, সংগঠক আকতারুজ্জামান, প্রকৌশলী আবদুর রব, মনির হায়দার, মাইন উদ্দিন মাইন, আখলাকুর আম্বীয়া বাহার প্রমুখ।



এ সময় সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি কর্তৃক স্বাক্ষরিত একুশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির প্রতিলিপি সাংবাদিকদের প্রদান করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ