ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কুয়েত

কুয়েত থেকে জাহিদুর রহমান

‘জীবন যুদ্ধ কইত্যে কইত্যে একটা জায়গায় পৌঁছাইছি’

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
‘জীবন যুদ্ধ কইত্যে কইত্যে একটা জায়গায় পৌঁছাইছি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরানিয়া (কুয়েত): ছিলেন মাত্র দুইশ’ দিনার বেতনের কর্মচারী। আজ নিজেই মালিক।

খোদ কুয়েতেই তার সম্পদের পরিমাণ কয়েক'শ কোটি টাকা। ট্রান্সপোর্ট ব্যবসা করে কেবল কুয়েতেই রয়েছে তার দুই শতাধিক বাস। চড়েন আমেরিকার লেটেস্ট সাফারি মডেলের গাড়িতে। এই অবস্থানে এসে অনেকেই ভুলে যান অতীতের কথা।

দুবাই,লন্ডন বা নিউইয়র্কে গড়ে তোলেন সম্পদের পাহাড়। কিন্তু তিনি ব্যতিক্রম। প্রবাসে অর্জিত অর্থ পাঠিয়েছেন দেশে। সেখানে গড়ে তুলেছেন তিনটি তৈরি পোশাক কারখানা,দুটি রিফুয়েলিং স্টেশনসহ নানা স্থাপনা। দূর প্রবাসে থেকেও স্বদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। তার চেষ্টায় স্বদেশেই কর্মসংস্থানের সুযোগ পেয়েছে দুই হাজার শ্রমিক।

তিনি আব্দুল বারেক (৪৮)। কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সাতগরিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। কুয়েতে বাংলাদেশিদের কাছে প্রিয় "বারেক ভাই"। সুখে দুঃখে আপনজন। কুয়েত এসেছেন উপসাগরীয় যুদ্ধের পর পর। ১৯৯১ সালে। তার আগে ফলের ব্যবসা করতেন গুলশান-২ এ।

ভাগ্য অন্বষণে কুয়েতে প্রথম জীবনটা ছিলো কষ্টের। পথে পথে ঘুরেছেন। কোন কাজকেই তুচ্ছ করেননি। মনোবল ছিলো আরো এগিয়ে যাবার। নিজেকে প্রতিষ্ঠা করার। ট্রান্সপোর্ট সরবরাহ প্রতিষ্ঠানে যোগ দিয়েছিলেন সুপারভাইজার পদে। ব্যবসাটা ছিলো আমেরিকান মিলিটারির জন্যে ট্রান্সপোর্ট সার্ভিস।

এর পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সততা আর বিশ্বস্ততায় আমেরিকার সেনাবাহিনীর সাথে ব্যবসা করেছেন দীর্ঘদিন।

যে প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে তিনি প্রবেশ করেছিলেন নিজের মেধা, সততা আর পরিশ্রমে আজ তিনি সেই প্রতিষ্ঠানের অংশীদার। পাশাপাশি নিজেই গড়ে তুলেছেন আরো দুটি প্রতিষ্ঠান। সেখানে কাজ করছে বহু বাংলাদেশি। কেবল নিজেই নয়, দেশ থেকে বহু কর্মী এনে উন্নত করেছেন তাদের জীবনমান।

তবে এখনো ভোলেননি সেই অতীতের কথা। বেশ অকপটেই কুমিল্লার আঞ্চলিক ভাষায় বলেন, ‘জীবন যুদ্ধ কইত্যে কইত্যে আর লড়াই কইত্যে কইত্যে একটা জায়গায় আমি পৌঁছাইছি’।

নিজের ব্যবসার গন্ডি কুয়েত, বাংলাদেশ ছাড়িয়েও বিস্তৃত করেছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। দুবাইতে সে ব্যবসা দেখাশোনা করে বড় ছেলে সুমন।

তিনি বলেন, ‘এখন আমাদের ভাবতে হবে দেশের কথা। দেশের মানুষের কথা। ’

‘প্রত্যিকটা লোক যদি চিন্তা করি যে, আমরা জিরো অবস্থায় আইসছি, আমরা বাংলাদেশকে কিছু দিবো, মানুষকে কিছু দিবো, মানুষের জন্য কিছু করবো। তাহলেই কিন্তু বাংলাদেশ পরিবর্তন হবে’-আঞ্চলিক ভাষায় যোগ করেন আব্দুল বারেক।

তাহলে জীবনে প্রতিষ্ঠার মূলমন্ত্র কি?

‘এক কথায় সততা, দ্বিতীয় কথাও সততা আর শেষ কথাও সততা। ’ দৃঢ়তার সঙ্গে বলেন প্রবাসে প্রতিষ্ঠিত আব্দুল বারেক।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরআই

** কুয়েতে তথ্য প্রযুক্তি খাতে সেনা পাঠাচ্ছে বাংলাদেশ
** আইনে নেই, তবুও বেআইনি চর্চা
** পরিবেশ পেলে বিনিয়োগ যাবে কুয়েত থেকে
** কুয়েতের জন্যে বাংলাদেশের আত্মত্যাগ
** কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ
**  কুয়েতে বাংলাদেশের ‘প্রিন্স’ সহিদ
** হয়রানি ও নাজেহালের শিকার হচ্ছেন প্রবাসীর
** অলিদের বঞ্চনা দেখার কেউ নেই
** শিল্প-সাহিত্যেও পিছিয়ে নেই প্রবাসীরা
** বাংলাদেশিদের কাজের ঠিকানা সুলাইবিয়ার ফল-সবজির বাজারও
** পরিবর্তনের দূত মেজর জেনারেল আসহাব উদ্দিন
** কুয়েতে মানবতার ফেরিওয়ালারা!
** সততা আর নিষ্ঠা থাকলে ঠেকায় কে?
** মরুর বুকে বুকভরা নিঃশ্বাস
** শ্রমিকদের মাথার মুকুট আব্দুর রাজ্জাক
** আরব সাগর থেকে হিমেল বাতাসে ভর করে এলো ছন্দ
** মরুর কুয়েত সবুজ চাদরে ঢাকছেন নাফিস জাহান
** ফেব্রুয়ারিতেই খুলনার মারুফের জীবনে আসছে পূর্ণতা!
** কুয়েতে গুলশান!
** কুয়েতের অ্যাম্বাসেডর!
** জন্ম কুয়েতে, হৃদয় বাংলাদেশের
** সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে চট্টগ্রামের শাহজাহানের
** ধূসর মরুভূমিতে সবুজ স্বপ্ন!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ