ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কুয়েত

কুয়েত থেকে জাহিদুর রহমান

রাজনীতিতেই যত সুখ!

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
রাজনীতিতেই যত সুখ! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হাওয়াল্লি (কুয়েত) থেকে: ব্যবসা করে যতোটা না তার চেয়ে রাজনীতি করেই বেশি সুখ পান প্রবাসী আব্দুল কাদের মোল্লা। রাজনীতির কথা তুলতেই চোখে-মুখে ঝিলিক দেয় তার।

থাকুক না একাধিক গ্রুপ। তাতে কি? একটি গ্রুপের তো নেতা তিনি! এই বা কম কিসে!

দলের কথা বলতেই চলে আসে নানা গ্রুপের নাম। সেই নামের ধারাবাহিকতায় আসে নিজের নাম। এতেই সুখ। এতে অপার আনন্দ খুঁজে পান এই প্রবাসী।

‘এতো সুখ কি আর দেশে মেলে! এই সুখই জড়িয়ে রাখে আমাকে। অন্তত দেশের কথা মনে করলেই মনে হয় আমি রাজনীতি করে সুখী। অনেক সুখী’-বলছিলেন ঢাকার নবাবগঞ্জ জেলার শিকারীপাড়া ইউনিয়নের বিষমপুর গ্রামের সন্তান আব্দুল কাদের মোল্লা (৪৫)।

নামটি যদিও ‘ব্র্যান্ড নেম বাংলাদেশে’। তা সত্ত্বেও এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই তার। সেই কবে মা-বাবা রেখেছিলেন তার নাম। এই নামে দেশে যুদ্ধাপরাধীর ফাঁসি হলেই বা কি! আর নাম নিয়েই বা কি এসে যায়। কাজই তো আসল তার কাছে।

কুয়েতের হাওয়াল্লীতে তার ব্যবসা। তবে ব্যবসায়ী হিসেবে যতটা না তার চেয়ে বেশি পরিচিত ‘রাজনীতিবিদ’ হিসেবে।

রাজনীতির প্রয়োজনেই কুয়েতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়ান তিনি। দিবসভিত্তিক নানা কর্মসূচি পালনেই ব্যস্ত সময় কাটে। প্রবাসে বিশেষ করে কুয়েতে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ। রাজতন্ত্রের এই দেশে তা সত্ত্বেও রাজনীতি আবার নানা গ্রুপ করে নিজেদের ক্ষমতা প্রদর্শন। বেশ সাহসই বলতে হয় এই প্রবাসীদের।

নিজের গ্রুপটিই যে আসল। আর শীর্ষ নেতাদের আর্শীবাদ যে একমাত্র তাদের ওপরই এ কথা আকারে ইঙ্গিতে বুঝিয়ে দেন সবকটি গ্রুপের শীর্ষ নেতারাই।

তখন দ্বন্দ্বে পড়ে যেতে সময় লাগে না। দিনভর প্রবাস জীবনে অমানুষিক খাটুনির পর রাজনীতিতে শ্রম দেওয়ায় আলাদা প্রাণ শক্তির পরিচয় মেলে প্রবাসী বাংলাদেশিদের।

দলাদলি আর অভ্যন্তরীণ কোন্দলে নিমজ্জিত কুয়েতে বাংলাদেশিরা। আওয়ামী লীগের যেমন রয়েছে চারটি গ্রুপ। পিছিয়ে নেই বিএনপিও। দলটির রয়েছে তিনটি গ্রুপ। ক্ষমতাসীনদের তুলনায় মাত্র এক পয়েন্ট কমে!

এর একটি গ্রুপের সাধারণ সম্পাদক হিসেবেই বেশ স্বাচ্ছন্দ্যে নিজের পরিচয় দিলেন আব্দুল কাদের মোল্লা।

কুয়েতে আসার ভিসা বন্ধ। তবে কোনো ফাঁকে যে দেশের রাজনীতির কোন্দল এদেশে প্রবেশ করেছে তা ভেবে এখনো কোনো কিনারা খুঁজে পান না এখানকার প্রবাসীরা।

এর মাঝে রাজনীতি করে নিজের সুখী থাকার পরিচয় দিলে বেশ খটকাই লাগে। ক্ষমতাসীন দল হলে না হয় কথা হতো। এ যে বিরোধীদলেরও বাইরে। সংসদের বাইরে থাকা বিএনপি। তাও আবার প্রবাসে। এখানে বিএনপির রয়েছে আশরাফ-মঞ্জু গ্রুপ, শরিফ-কাদের গ্রুপ ও একরাম-কামরুল গ্রুপ।

এতো গ্রুপিংয়ের মধ্যেই কি করে মেলে এতো সুখ?

‘ভাইরে দেশের অবস্থা কি কারো অজানা। দেশনেত্রী খালেদা জিয়া হামলা, মামলায় জর্জরিত। সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরও একই দশা। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কখন আটক হন, আর মুক্ত হন তা এখন গুনে বের করার ব্যাপার। যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বিচার চলছে ভারতের শিলং আদালতে। তৃণমূলের নেতাকর্মীরা বাড়ি ছাড়া। বহু নেতাকর্মী কারাগারে।

এতো কিছুর মাঝে র্নিদ্বিধায় মরুভূমির মাটিতে রাজনীতি করছি। ভালো আছি। এর চাইতে সুখের আর কি হতে পারে, যোগ করেন তিনি।

বিএনপির আশরাফ-মঞ্জু গ্রুপের সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম বাংলানিউজকে জানান, গ্রুপিং আমাদের সংস্কৃতির বাইরে না। চাওয়া পাওয়ার অমিল হলে, অবমূল্যায়ন হলে অনেকে নতুন গ্রুপ করেন। প্রবাসে এতে দলের কার্যক্রমে কোনো ক্ষতি নেই। বরং গতিই বাড়ে। সবাই ভিন্নভিন্ন ভাবে নানা কর্মসূচি পালন করছেন। মন্দ কি?

তবে দেশের রাজনীতির পরিবেশের সঙ্গে তুলনা করলে আমরা প্রবাসী রাজনীতিবিদরা নিঃসন্দহে ভালো আছি। এমন গ্রুপিং প্রবাসে এক ধরনের বিনোদন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়:০৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
জেডএস

** কুয়েতে ‘অ, আ, ক, খ’
** ‘ডাখা মাত্রই ফাওয়া যায়’

** ‘পচা’ শব্দটাই নিষিদ্ধ যেখানে
** ভালো নেই মরু জাহাজের নাবিকরা
** গৃহশ্রমের বাজারের হর্তাকর্তা দুই মোল্লা
** মরুর বুকে ধূসর জীবন
** ত্যাগে শীর্ষে ইমেজে পেছনে
** মরেও শান্তি নেই কুয়েতে!
** কুয়েতের রক্তচোষা মানুষ
** কুয়েতে রচনার বাংলাদেশ রচনা
** গাড়ি নতুন, ফোন পুরনো!
** ‘আঁততে আর বাংলাদেশত যাইতাম মনে ন হ’
** ব্যাডা মাছ, বেডি মাছ!
** ‘ধরা পড়লে রক্ষা নেই, কুয়েত থাকার সুযোগ নেই’
** কুয়েতে একখণ্ড ‘বাংলাদেশ’ বাংলা মার্কেট
** কুয়েতের রাজধানী
** সবার উপর দেশ
** কুয়েতে সবাই এমপি!
** সেই ‘ছোট মানুষটিই’ কুয়েতের বড় ব্যবসায়ী
** কুয়েতের বাতাসে ধ্বনিত হয় বাংলা
** কুয়েতের ডাক্তার আপা
** ‘জীবন যুদ্ধ কইত্যে কইত্যে একটা জায়গায় পৌঁছাইছি’
** কুয়েতে তথ্য প্রযুক্তি খাতে সেনা পাঠাচ্ছে বাংলাদেশ
** আইনে নেই, তবুও বেআইনি চর্চা
** পরিবেশ পেলে বিনিয়োগ যাবে কুয়েত থেকে
** কুয়েতের জন্যে বাংলাদেশের আত্মত্যাগ
** কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ
**  কুয়েতে বাংলাদেশের ‘প্রিন্স’ সহিদ
** হয়রানি ও নাজেহালের শিকার হচ্ছেন প্রবাসীর
** অলিদের বঞ্চনা দেখার কেউ নেই
** শিল্প-সাহিত্যেও পিছিয়ে নেই প্রবাসীরা
** বাংলাদেশিদের কাজের ঠিকানা সুলাইবিয়ার ফল-সবজির বাজারও
** পরিবর্তনের দূত মেজর জেনারেল আসহাব উদ্দিন
** কুয়েতে মানবতার ফেরিওয়ালারা!
** সততা আর নিষ্ঠা থাকলে ঠেকায় কে?
** মরুর বুকে বুকভরা নিঃশ্বাস
** শ্রমিকদের মাথার মুকুট আব্দুর রাজ্জাক
** আরব সাগর থেকে হিমেল বাতাসে ভর করে এলো ছন্দ
** মরুর কুয়েত সবুজ চাদরে ঢাকছেন নাফিস জাহান
** ফেব্রুয়ারিতেই খুলনার মারুফের জীবনে আসছে পূর্ণতা!
** কুয়েতে গুলশান!
** কুয়েতের অ্যাম্বাসেডর!
** জন্ম কুয়েতে, হৃদয় বাংলাদেশের
** সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে চট্টগ্রামের শাহজাহানের
** ধূসর মরুভূমিতে সবুজ স্বপ্ন!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ