ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কুয়েত

কুয়েত থেকে জাহিদুর রহমান

ট্যাক্স ফ্রি’র স্বর্গরাজ্যে অনিশ্চয়তার কালো মেঘ

জাহিদুর রহমান, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ট্যাক্স ফ্রি’র স্বর্গরাজ্যে অনিশ্চয়তার কালো মেঘ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুয়েত থেকে: মরুভূমির দেশ কুয়েত। রাজতন্ত্রের এই দেশটিতে আবার ট্যাক্স ফ্রি।

গাড়ি কিনতেও ট্যাক্স লাগে না। আবার আয়কর-ও দিতে হয় না। আয় করেন।   সম্পদের পাহাড় গড়েন। কোনো সমস্যা নেই এই দেশে। বাংলাদেশ থেকে শূন্য হাতে গিয়েছিলেন অনেকেই। সামান্য মেধা আর পরিশ্রম বদলে দিয়েছে প্রবাসী অনেক বাংলাদেশিকে। ধনী থেকে ধনাঢ্য। সেই সীমা পেরিয়ে এখন অনেকেই বনে গেছেন ধনকুবের।

আলিশান বাড়ি। বিলাসবহুল গাড়ি। ব্যক্তিগত নিরাপত্তায় ভিনদেশি নিরাপত্তা রক্ষী। এই চিত্র খুবই স্বাভাবিক কুয়েতে। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষেত্রে।

উপার্জিত অঢেল অর্থ আবার দেশের পরিবর্তে বিনিয়োগ হচ্ছে অন্যদেশে। বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাতের মতো উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোই রয়েছে প্রবাসীদের বিনিয়োগের পছন্দের শীর্ষে। সেখানে কেউ ওয়েল রিফাইনারি কেউবা হেবি কনস্ট্রাকশন সাইডে বিনিয়োগ করেছেন অঢেল অর্থ।

সেই সুদিনে এখন শঙ্কার মেঘ। অব্যাহত বাজেট ঘাটতির মুখে অন্যতম ধনী এই আরব রাষ্ট্রটি। দেশটির আয়ের ৯৫ ভাগই আসে অপরিশোধিত তেল রফতানি থেকে। অবশিষ্ট আয় আসে সেবা খাত থেকে।

বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম এখন সর্বনিম্ন। গত ১১ বছরে সর্বনিম্নে নেমে এসেছে ব্যারেল প্রতি তেলের দর।

জ্বালানি তেলের দাম ২০০৪ সালের পর এতটা নিচে  নামেনি কখনও। এমনকি ২০০৮ সালের বিশ্ব মন্দার সময়ও দাম এতটা কমেনি।

২০০৭ সালে যেখানে ব্যারেল প্রতি তেলের দাম ছিলো ২শ’ ডলার। সেখানে কমতে কমতে ১০৪ থেকে নেমেছিলো ৬৭ ডলারে। তারও প্রায় অর্ধেকে এখন নেমেছে তেলের দাম। দাম কমতে কমতে এখন ৩৬ ডলার ছুঁই ছুঁই করছে।

সরবরাহ যে হারে বাড়ছে, ততটা চাহিদা না থাকায় প্রতিদিনই দাম কমছে। এমন পরিস্থিতিতে আসছে নতুন বছরে দাম আরও কমতে পারে বলে স্পষ্টভাবেই আভাস দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কুয়েতে যখন এই পরিস্থিতি তখন মারাত্মক বাজেট ঘাটতির মুখে প্রতিবেশী সৌদি আরব।

কুয়েতে মোট জনসংখ্যার ৪২ লাখ। এর মধ্যে ১২ লাখ কুয়েতি। ৮ লাখ ভারতীয়। ৫ লাখ মিশরীয়, দুই লাখ বাংলাদেশি। ফিলিপাইনো দুই লাখ, শ্রীলংকার নাগরিক দেড় লাখ। আর অবশিষ্টরা আরবসহ আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

দেশটির নাগরিকদের জন্যে নিত্যপণ্যসহ সবকিছুতেই ভর্তুকি দেয় কুয়েত। মাত্র এক থেকে দুই দিনারে বছরের ফ্রি চিকিৎসা।

এখানে পয়সাকে বলে ফিলস। এক হাজার পয়সায় এক দিনার। এক দিনার সমান বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই শ’ টাকা। মরুভূমির দেশে সবুজের চাদরে ঢেকে দেবার কর্মসূচি দেখলেই বোঝা যায় কি পরিমাণ অর্থ ব্যয় করে দেশটি।

দেশটির আর্থিক খাতও বেশ মজবুত। ৪৫০ বিলিয়ন ডলারের সার্বভৌম বন্ডের মালিক কুয়েতের ধর্নাঢ্যদের অধিকাংশের বিশাল বিশাল বাড়ি বা খামার বাড়ি রয়েছে ইংল্যান্ড,আমেরিকা,জার্মানি ও স্পেনের মতো উন্নত দেশে।

তবে, অব্যাহত তেলের দরপতন সব চাইতে বেকায়দায় ঠেলে দিয়েছে এখানকার অভিবাসীদের। তাই মোট জনসংখ্যার চারভাগের মধ্যে তিনভাগ অভিবাসীর ভাগ্যের আকাশে আকাশে এখন শঙ্কার কালো মেঘ।

নিজ দেশের নাগরিকদের ওপর ভর্তুকি চালু থাকলেও বাড়তি রাজস্ব আহরণ আর বাজেট কাটঁছাটের শিকার হবে এইসব অভিবাসী। যার প্রভাব নিশ্চিত ভাবেই পড়বে অভিবাসীদের জীবনমানের ওপর।

তেলের মূল্য বৃদ্ধি, স্বাস্থ্য, শিক্ষা, ভিসা ফি বৃদ্ধিসহ সবকিছুতেই নতুন করে শুল্ক নির্ধারণের পরিকল্পনা নিয়েছে দেশটি। আরব দেশগুলো মধ্যে অর্থনীতির দিক থেকে সবচেয়ে বড় দেশ সৌদি আরব। দেশটির নজিরবিহীন  বাজেট ঘাটতির বিষয়টি এখন আর লুকোচুরির পর্যায়ে নেই।

কর্মকর্তারাই স্বীকার করে নিয়েছেন সৌদি আরবের বাজেট ঘাটতি বেড়ে ৩৬ হাজার ৭শ’ কোটি রিয়েল ছাড়িয়েছে। এ ঘাটতি কমাতে সরকারি ব্যয় কাটছাঁট করাসহ জ্বালানি খাতে সংস্কারের পরিকল্পনা নিয়েছে দেশটি।

একই সঙ্গে কর এবং বেসরকারিকরণের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনাও ঘোষণা করেছে সৌদি আরব।

‘বড়ভাইয়ের’ মতোই কুয়েত বৈদেশিক নীতি থেকে অভ্যন্তরীণ আইন সংস্কার- প্রায় সব কিছুতেই অন্ধ অনুসরণ করে সৌদি আরবকে।

অর্থনৈতিক নীতি না বদলালে সৌদি আরব আগামী পাঁচ বছরের মধ্যেই দেউলিয়া হয়ে যেতে পারে- গত অক্টোবরে এই বলে সৌদি আরবকে সতর্ক করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ।

অব্যাহত তেলের মূল্য পতনের সঙ্গে সেই পূর্বাভাস মিলতে শুরু করায় তাই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ‘ছোটভাই’ কুয়েতের।

ভর্তূকি আর ব্যয় কাটছাঁটের পথেই হাটাঁর পরিকল্পনা করেছে কুয়েত। যার কারণে আয়ের একটি বাড়তি অংশ যে সরকারের কোষাগারে দিতে হবে তা ইতোমধ্যেই প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম। সে হিসেবে স্বাভাবিকভাবে কমে যাবে সঞ্চয়। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নিম্ন মধ্য পেশায় নিয়োজিত অভিবাসী শ্রমিকরা।

অর্থনৈতিক দৈন্যদশায় বেতন বাড়ানোর চাপ-ও দিতে পারবেন না শ্রমিকরা। আবার বেতন বাড়ালে আয় আরও কমার আশঙ্কা থাকবে মালিকদের।

এই পরিস্থিতিতে কতদিন কুয়েত ট্যাক্স ফ্রি দেশের স্বর্গরাজ্যে নিজেদের ধরে রাখতে পারে সেই প্রশ্নেই আলোচনা এখন প্রবাসীদের মাঝে।

বাংলাদেশ সময়: ০৭২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
পিসি

** আরব্য রজনীর আরেক উপাখ্যান ওফা-সেলিমের প্রেম!
** বাংলাদেশকে বদলে দিতে চান কুয়েতের ‘প্রিন্স’
** মরুতেও খাঁটি, দেশেই বিষ
** দিওয়ানিয়ায় দিওয়ানা
** তপ্ত মরুতে বাংলার আর্তনাদ
** রাজনীতিতেই যত সুখ!
** কুয়েতে ‘অ, আ, ক, খ’
** ‘ডাখা মাত্রই ফাওয়া যায়’

** ‘পচা’ শব্দটাই নিষিদ্ধ যেখানে
** ভালো নেই মরু জাহাজের নাবিকরা
** গৃহশ্রমের বাজারের হর্তাকর্তা দুই মোল্লা
** মরুর বুকে ধূসর জীবন
** ত্যাগে শীর্ষে ইমেজে পেছনে
** মরেও শান্তি নেই কুয়েতে!
** কুয়েতের রক্তচোষা মানুষ
** কুয়েতে রচনার বাংলাদেশ রচনা
** গাড়ি নতুন, ফোন পুরনো!
** ‘আঁততে আর বাংলাদেশত যাইতাম মনে ন হ’
** ব্যাডা মাছ, বেডি মাছ!
** ‘ধরা পড়লে রক্ষা নেই, কুয়েত থাকার সুযোগ নেই’
** কুয়েতে একখণ্ড ‘বাংলাদেশ’ বাংলা মার্কেট
** কুয়েতের রাজধানী
** সবার উপর দেশ
** কুয়েতে সবাই এমপি!
** সেই ‘ছোট মানুষটিই’ কুয়েতের বড় ব্যবসায়ী
** কুয়েতের বাতাসে ধ্বনিত হয় বাংলা
** কুয়েতের ডাক্তার আপা
** ‘জীবন যুদ্ধ কইত্যে কইত্যে একটা জায়গায় পৌঁছাইছি’
** কুয়েতে তথ্য প্রযুক্তি খাতে সেনা পাঠাচ্ছে বাংলাদেশ
** আইনে নেই, তবুও বেআইনি চর্চা
** পরিবেশ পেলে বিনিয়োগ যাবে কুয়েত থেকে
** কুয়েতের জন্যে বাংলাদেশের আত্মত্যাগ
** কুয়েত পুনর্গঠনে বাংলাদেশ
**  কুয়েতে বাংলাদেশের ‘প্রিন্স’ সহিদ
** হয়রানি ও নাজেহালের শিকার হচ্ছেন প্রবাসীর
** অলিদের বঞ্চনা দেখার কেউ নেই
** শিল্প-সাহিত্যেও পিছিয়ে নেই প্রবাসীরা
** বাংলাদেশিদের কাজের ঠিকানা সুলাইবিয়ার ফল-সবজির বাজারও
** পরিবর্তনের দূত মেজর জেনারেল আসহাব উদ্দিন
** কুয়েতে মানবতার ফেরিওয়ালারা!
** সততা আর নিষ্ঠা থাকলে ঠেকায় কে?
** মরুর বুকে বুকভরা নিঃশ্বাস
** শ্রমিকদের মাথার মুকুট আব্দুর রাজ্জাক
** আরব সাগর থেকে হিমেল বাতাসে ভর করে এলো ছন্দ
** মরুর কুয়েত সবুজ চাদরে ঢাকছেন নাফিস জাহান
** ফেব্রুয়ারিতেই খুলনার মারুফের জীবনে আসছে পূর্ণতা!
** কুয়েতে গুলশান!
** কুয়েতের অ্যাম্বাসেডর!
** জন্ম কুয়েতে, হৃদয় বাংলাদেশের
** সূর্য ওঠার আগেই ঘুম ভাঙে চট্টগ্রামের শাহজাহানের
** ধূসর মরুভূমিতে সবুজ স্বপ্ন!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কুয়েত এর সর্বশেষ