ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রাঙামাটিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনের ১০ বছরের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
রাঙামাটিতে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনের ১০ বছরের জেল

রাঙামাটি: রাঙামাটিতে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গোপাল কৃষ্ণ নাথ (৬০) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২২ এপ্রিল বিকেলে কাউখালী পোয়া বাজার এলাকায় মীর সুপার মার্কেটে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন ওই ব্যক্তি। ঘটনার পরের দিন শিশুটির বাবা কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সাইফুল ইসলাম অভি বলেন, রাঙামাটির জন্য এটি একটি যুগান্তকারী রায় হয়েছে। আদালতের রায়ে আমরা খুবই সন্তুষ্ট। আশা করছি এ রায় দ্রুত কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।