ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নাটোরে হেরোইন পাচার মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
নাটোরে হেরোইন পাচার মামলায় একজনের যাবজ্জীবন

নাটোর: নাটোরে হেরোইন পাচার মামলায় মো. মাইনুল হক (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দীন এ রায় দেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত মাইনুল চাপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নামেরাজারামপুর গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

রাষ্ট্র পক্ষের আইনজীবি মাসুদ হাসান সেলিম বাংলানিউজকে জানান, ২০২১ সালের ১৭ এপ্রিল রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি পিকআপভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ৬০০ গ্রাম হেরোইনসহ মাইনুল হককে আটক করে পুলিশ। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হলে তদন্ত কর্মকর্তা একই বছরের ১৮ মে আদালতে চার্জসিট জমা দেন। ওই মামলায় দীর্ঘ শুনানী ও প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক আজ এ রায় দিয়েছেন।

তবে আসামি পক্ষের আইনজীবী আজিম উদ্দিন এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।