ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

২ মামলায় হাজিরা দিতে আদালতে ফখরুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
২ মামলায় হাজিরা দিতে আদালতে ফখরুল ফখরুল ইসলাম আলমগীর। 

ঢাকা: নাশকতার অভিযোগে রাজধানীর শাহবাগ থানার দুই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তিনি ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালতে যান তিনি।

এর আগে, সকাল ৮টার দিকে তিনি উপস্থিত হন আদালতে। এজলাসে উঠার আগে তিনি আইনজীবীর চেম্বারে অপেক্ষা করেন।  

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ থানা এলাকায় নাশকতার অভিযোগে করা মামলার ধার্য তারিখ রয়েছে। তদন্তাধীন এই দুই মামলায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাজিরা দিতে আদালতে উপস্থিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।