ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ বহাল 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২২
তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ বহাল 

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আবেদন খারিজ করে রোববার (১৮ ডিসেম্বর) এ রায় দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বের আপিল বিভাগ।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ ইয়াসিন খান। নাজমুল হুদার পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

২০১৮ সালের ১৪ জুন তৃণমূল বিএনপির নিবন্ধন না করার সিদ্ধান্ত সম্বলিত একটি নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। ওই নোটিশটি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন নাজমুল হুদা।

একই বছরের ১৪ আগস্ট তৃণমূল বিএনপিকে নিবন্ধন দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

২০১৮ সালের ৪ নভেম্বর তৃণমূল বিএনপিকে নিবন্ধন দিতে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছিলেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ।

পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১১২১, ডিসেম্বর ১৮, ২০২২
ইএস/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।