ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

২৭ ডিসেম্বর প্রধান বিচারপতির অভিভাষণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
২৭ ডিসেম্বর প্রধান বিচারপতির অভিভাষণ বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

ঢাকা: সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

সব জেলা জজদের এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য একটি স্মারক জারি করেছে আইন মন্ত্রণালয়।

ওই স্মারকে বলা হয়, বিচার বিভাগে আরও গতিশীলতা আনার লক্ষ্যে আগামী ২৭ ডিসেম্বর মঙ্গলবার ১১টায় সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মতবিনিময় এবং দিক নির্দেশনামূলক অভিভাষণ প্রদান করবেন।

এ অবস্থায় সারাদেশে কর্মরত সব জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের উক্ত অনুষ্ঠানে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
ইএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।