ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগপন্থীরা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
মাগুরা আইনজীবী সমিতির নির্বাচনে আ.লীগপন্থীরা জয়ী অ্যাড. শফিকুল ইসলাম বাবলু ও অ্যাড. সাজিদুর রহমান সংগ্রাম

মাগুরা: মাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। ভোট গণনা শেষে রোববার (১৫ জানুয়ারি) রাত ৮ টার দিকে এই ফল ঘোষণা করা হয়।

এর আগে এদিন সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে ২৭০ জন আইনজীবী ভোটারের মধ্যে ২২৬ জন নির্বাচনে ভোট দেন। পরে ফলাফল ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শিবপ্রসাদ ভট্টাচার্য্য।

নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হন অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবলু ও সাধারণ সম্পাদক পদে অ্যাভোকেট সাজিদুর রহমান সংগ্রাম।

এছাড়া ১৫টি পদের অন্যান্য বিজয়ীরা হলেন- সহ-সভাপতি মো. মশিয়ার রহমান, যুগ্ম সম্পাদক (ফৌজদারী) মনিরুল ইসলাম সিদ্দিকী, যুগ্ম সম্পাদক (দেওয়ানি) শেখ গোলাম নবী শাহীন।

ক্রীড়া, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে রিংকু রাণী গুহ, হিসাব নিরীক্ষক মোহাম্মদ আনোয়ার জাহিদ, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, গ্রন্থাগারিক সম্পাদক আয়ুব হোসেন সুরুজ।

নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- মো. হারুনার রশিদ, অমিত মিত্র, বাণীব্রত কুন্ডু, আয়ুব হোসেন মোল্যা, আসলাম মিঞা এবং শামসুল হুদা চৌধুরী।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।