ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মাদকের মামলায় ১৫ বছর পর ৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
মাদকের মামলায় ১৫ বছর পর ৫ বছরের কারাদণ্ড

ফেনী: ফেনীতে একটি মাদকের মামলায় ১৫ বছর পর  মোজাম্মেল হক তোতা (৪২) নামে এক আসামিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আদালত আসামিকে ৩ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও একমাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

 

এ রায় ঘোষণা করেন ফেনীর অতিরিক্ত জেলা জজ ও দায়রা (১ম আদালত) সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ।  

বুধবার (২৫ জানুয়ারি) সকালে ফেনী জেলা জজ আদালতের সহকারী সরকারী কৌঁসুলি (এপিপি) দ্বিজেন্দ্র কুমার কংশ বণিক রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করেন।  

তিনি জানান, মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করেন আদালত।  রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন।  

তিনি যখন গ্রেফতার হবেন অথবা আদালতে আত্মসমর্পণ করবেন তখন থেকে রায় কার্যকর করা হবে।  

আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ১৭ এপ্রিল ফেনী মডেল থানা পুলিশ আসামি মোজাম্মেল হক তোতাকে ২২ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার করে।  

এ ঘটনায় ফেনী সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আক্তার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। একই বছর ১০ মে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।