ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ঘরে ৮০ বোতল ফেন্সিডিল রাখায় যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
ঘরে ৮০ বোতল ফেন্সিডিল রাখায় যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাট: ঘরে ৮০ বোতল ফেন্সিডিল রাখার অপরাধে মাদক মামলায় আব্দুর রহিম বাবু নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাটের আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে এ রায় দেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান।

সাজাপ্রাপ্ত আব্দুর রহিম বাবু আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারী গ্রামের আইয়ুব আলীর ছেলে।

রায়ে বলা হয়, ঘরে কোডিনযুক্ত ৮০ বোতল ফেন্সিডিল রাখার অপরাধে আসামি আব্দুর রহিম বাবুকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডে দণ্ডিত করেন। তবে আসামির হাজতবাসকালীন সাজা হতে বাদ যাবে বলেও রায়ে উল্লেখ করেন আদালত।

লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট আকমল হোসেন এ রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ২৫ জুন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রহিম বাবুর বাড়ি থেকে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় বাড়ির মালিক বাবুকে আটক করা হয়। এ ঘটনায় আটক আব্দুর রহিম বাবুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় মামলা দায়ের করে ডিবি পুলিশ।

এ মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র পাল গত ২০১৯ সালের ১৪ মার্চ আদালতে আসামির নামে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে আসামি আব্দুর রহিম বাবুর উপস্থিতে মামলার রায় ঘোষণা করেন আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।