ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খুলনায় আজিজুল হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
খুলনায় আজিজুল হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

খুলনা: খুলনার খালিশপুরে শেখ আজিজুল ইসলাম হত‌্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ার) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় ঘোষণা করেন।  

এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আসামিরা হলেন- শেখ মশিউর ওরফে মশি, মো. আসলাম হোসেন লিটন, সুইট, আশ্রাফুল ওরফে গাজা আশ্রাব, শহিদ ও মিন্টু।  

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালকের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ।
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮ , ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।