ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আইন ও আদালত

কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচনে আ.লীগ প্যানেলের জয়

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচনে আ.লীগ প্যানেলের জয়

কুমিল্লা: কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ সাদা প্যানেল জয়ী হয়েছে। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সালের নির্বাচনে ১৫টি পদের বিপরীতে আওয়ামী লীগ পন্থী সাদা প্যানেল, বিএনপি ও জামায়াতপন্থী নীল প্যানেল এবং বিদ্রোহীসহ মোট ৩০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফলাফলে সাদা প্যানেল থেকে মো. আহছান উল্লাহ খন্দকার সভাপতি এবং আবু তাহের সাধারণ সম্পাদকসহ ১২ জন নির্বাচিত হয়েছেন। ১৫টি পদের মধ্যে বাকি ৩টি পদে বিএনপি-জামায়াতপন্থী নীল প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন।

বৃহস্পতিবার (৯ মার্চ) সারাদিন ভোটগ্রহণের পর শুক্রবার (১০ মার্চ) ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাজাহান সিরাজ।

সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সালের নির্বাচনে সমিতির এক হাজার ২২১ জন ভোটারের মধ্যে এক হাজার ৪৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ঘোষিত ফল অনুযায়ী ৫৮৮ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন মো. আহছান উল্লাহ খন্দকার। এ পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী তারেক আবদুল্লাহ পান ৫৪৪ ভোট। সহ-সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মাহাবুবুর রহমান পান ৬০৫ ভোট ও শাহ আলম মজুমদার পান ৫৯৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহিদুর রহমান সরকার পান ৪৮৯ ভোট ও মো. এয়াকুব আলী পেয়েছেন ৪৭০ ভোট।  

সাধারণ সম্পাদক পদে আবু তাহের ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী খন্দকার মিজানুর রহমান পান ৪৭৫ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে বিএনপি-জামাতপন্থী ইয়াকুব আলী চৌধুরী পান ৬৪৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন পান ৪৮৭ ভোট। ট্রেজারার পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন ৬১০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মফিজুল ইসলাম পান ৫২৫ ভোট। লাইব্রেরি সেক্রেটারি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সঞ্জয় কুমার সরকার ৫৭৭ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোশারফ হোসেন পাখি পান ৫১২ ভোট। এনরোলমেন্ট সেক্রেটারি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দ সাহিদুল আহসান টিপু ৬০৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনির হোসেন পাটোয়ারী পেয়েছেন ৫১৯ ভোট। আইটি পদে বিএনপি-জামাতপন্থী সমর্থিত প্রার্থী শাহাজাহান ভূঁইয়া পেয়েছেন ৬০৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহসিন ভূঁইয়া পেয়েছেন ৫১০ ভোট। রিক্রিয়েশন সেক্রেটারি পদে বিএনপি-জামাতপন্থী কাজী আব্দুল কাইয়ুম মিন্টু পেয়েছেন ৬৫৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আছিয়া মাহজাবিন খান নিশু পেয়েছেন ৪৬৩ ভোট।

সদস্য ৫টি পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাশেদা বেগম ৬২২ ভোট, জামিল আহাম্মেদ টিপু ৬১৮ ভোট, মোহাম্মদ শাহাদাত হোসেন ৫৮৬ ভোট, সুলতানা সালেহ চৌধুরী লাভলী ৫৮০ ভোট এবং মোহাম্মদ খোরশেদ আলম ৫৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।