ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

লক্ষ্মীপুরে যুবলীগ-ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৪ আসামির রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
লক্ষ্মীপুরে যুবলীগ-ছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৪ আসামির রিমান্ড

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের পোদ্দার বাজারে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান এবং জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যা মামলায় গ্রেপ্তার চার আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ভিক্টোরিয়া চাকমা তাদের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

এর আগে পুলিশ আদালতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন।  

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা বেলায়েত হোসেন।  

আসামিরা হলেন- হত্যার মামলার এজাহার নামীয় ৫ নম্বর আসামি মনির হোসেন রুবেল ও ৪ নম্বর আসামি সবুজ, ১৪ নম্বর আসামি আজিজুল ইসলাম বাবলু ও ইসমাইল হোসেন। এদের মধ্যে মনির হোসেনকে র‍্যাব-১১ এর সদস্যরা আটক করে। অন্য তিন জনকে আটক করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।  

ঘটনার সূত্র জানায়, গত মঙ্গলবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পোদ্দার বাজার ব্রিজের পশ্চিম পাশে নাগেরহাট সড়কের মাদরাসাতুল আবরার নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রাস্তার পাশে সাবেক যুবলীগ নেতা নোমানের মাথায় পিস্তল ঠেকিয়ে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়। এর আগে নোমানের সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা রকিব ইমামকে ঘটনাস্থলের অদূরে একটি করাত কলের পাশে গুলি করা হয়।  

বুধবার রাতে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বশিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জেহাদীকে প্রধান আসামি করে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন নোমানের ভাই ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান। মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে আরও ১৪-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।