ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২২ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ছিনতাইয়ের কবলে জাপানি পর্যটক: একজনের স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
ছিনতাইয়ের কবলে জাপানি পর্যটক: একজনের স্বীকারোক্তি

ঢাকা: রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটকের আইফোন, টাকাসহ মালামাল ছিনতাইয়ের কথা স্বীকার করে আবু রাসেল প্রত্যয় নামে এক আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন।  

শনিবার (২৯ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

এছাড়া জিহাদুল ইসলাম মামুন নামে অপর আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিন দুই আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক শামছুল আলম। এ সময় আসামি রাসেল স্বেচ্ছায় স্বীকারোক্তি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড এবং জিহাদুলকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রাসেলের জবানবন্দি রেকর্ডের পর এবং জিহাদকে সরাসরি কারাগারে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

এর আগে একই মামলায় শুক্রবার (২৮ এপ্রিল) স্বপন নামে এক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।   

সিএমএম আদালতে মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক এশারত আলী এ তথ্য জানান।

গত ২৪ এপ্রিল সন্ধ্যায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দুই জাপানি পর্যটক ছিনতাইকারীদের কবলে পড়েন। তাদের বিভ্রান্ত করে কবরস্থানের ভিতরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে দুটি আইফোন, নগদ জাপানি মুদ্রা, বাংলাদেশি টাকা, ব্যাংকের ক্রেডিট কার্ড, পাসপোর্ট, একটি পোর্টেবল হটস্পট ও একটি ব্লু টুথ ছিনিয়ে নেয়।  

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। আশপাশের সিসিটিভি পরীক্ষা করে গত ২৭ এপ্রিল প্রথমে স্বপনকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তার দেওয়া তথ্যমতে এ দুজনকে গ্রেপ্তার ও খোয়া যাওয়া কিছু মালামাল উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ২৪০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৩
কেআই/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।