ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কোরবানির পশুর হাটে হাসিল আদায় বন্ধ চেয়ে রিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মে ২৪, ২০২৩
কোরবানির পশুর হাটে হাসিল আদায় বন্ধ চেয়ে রিট

ঢাকা: হাসিল বা কোনো ধরনের অর্থ আদায় ছাড়া পবিত্র ঈদুল আজহার সময় সব ধরনের পশু কেনাবেচা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

বুধবার (২৩ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

আগামী সপ্তাহে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

রিটে স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, ধর্ম সচিব ও পুলিশের মহাপরিদর্শককে বিবাদী করা হয়েছে।

পরে ইউনুছ আলী আকন্দ জানান, সংবিধানের ৮৩ অনুচ্ছেদে বলা আছে, সংসদের কোন আইনের দ্বারা বা কর্তৃত্ব ব্যতীত কোন কর আরোপ বা সংগ্রহ করা যাইবে না। অথচ পশুর হাট থেকে ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে পশু বিক্রি বাবদ হাসিল বা অর্থ আদায় করা হচ্ছে, যা আইনসিদ্ধ না। পশুর হাট থেকে অর্থ আদায় সংবিধানের ৮৩ অনুচ্ছেদের পরিপন্থী।

এছাড়া ঈদের সময় ক্ষণস্থায়ীভাবে ইজারা নিয়ে হাট বাসিয়ে এভাবে হাসিল বা অর্থ আদায় হাটবাজার আইন, ২০২৩ অনুযায়ী অবৈধ। এটা সংবিধান বিরোধী এবং মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ২৪, ২০২৩
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।