ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

আইন ও আদালত

সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, মে ২৫, ২০২৩
সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা: সাউথ এশিয়ান ল’ইয়ার্স ফোরামের ন্যাশনাল চ্যাপ্টার,  ইন্টারন্যাশনাল চ্যাপ্টার ও সুপ্রিম কোর্ট চ্যাপ্টারের নব নির্বাচিত সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২৩ মে) রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্লাটিনাম রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট আবদুর নূর দুলাল, ভার্চ্যুয়ালি বিদেশ থেকে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ফোরামের ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন  আহমেদ।  

আরও বক্তব্য রাখেন ফোরামের ন্যাশনাল চ্যাপ্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুরাইয়া বেগম ও ন্যাশনাল চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসাদ।  

ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের পক্ষে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. গিয়াস উদ্দিন আহাম্মেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  মো. মজিবুর রহমান মুজিব ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা হাই টুনি।  

সুপ্রিম কোর্ট চ্যাপ্টারের পক্ষে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট চ্যাপ্টারের সভাপতি  অ্যাডভোকেট মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সিরাজুল হক স্বপন ও ন্যাশনাল চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ নেয়ামত উল্যাহ প্রমুখ।

সভাপতিত্ব করেন ন্যাশনাল চ্যাপ্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও  ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জেসমিন সুলতানা।  
উপস্থিত সদস্যদের আরও অনেকেই মতবিনিময় সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৯৩১ ঘণ্টা, মে ২৪, ২০২৩

এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।