ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় আসামির ১৫ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ২৫, ২০২৩
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় আসামির ১৫ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় ইয়াসিন নামে এক আসামির ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসসামস জগলুল হক এ রায় ঘোষণা করেন। ইয়াসিন কক্সবাজারের উখিয়ার ডালিয়াপাড়ার চিরাপাড়ার পূর্ব পাইনাসিয়া এলাকার মৃত নুরুল হকের ছেলে।  

২০২১ সালের ২১ আগস্ট তাকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় ইয়াসিন নামে এক আসামির ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।