ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

বিএনপির আইনজীবীদের নেতৃত্বে নতুন মোর্চা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
বিএনপির আইনজীবীদের নেতৃত্বে নতুন মোর্চা

ঢাকা: আইনজীবীদের মর্যাদা রক্ষাসহ তিন দফা লক্ষ্য নিয়ে ‘ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট (ইউএলএফ)’ নামে একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। এটি আইনজীবীদের সংগঠন।

সোমবার (১২ জুন) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে নতুন এ সংগঠন আত্মপ্রকাশ করে।

যার নেতৃত্বে রয়েছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। আর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে গণফোরাম নেতা সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরীকে।

সাংবাদিকদের সামনে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ঐক্যবদ্ধ মোর্চার তিন দফা লক্ষ্য তুলে ধরেছেন।

তবে সংগঠন গঠনের কিছুক্ষণ পর ৩৬ সদস্যের মধ্যে একজন তার নাম প্রত্যাহার করতে বলেছেন। তিনি হচ্ছেন জ্যেষ্ঠ আইনজীবী সমরেন্দ্র নাথ গোস্বামী।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জুন ১২, ২০২৩
ইএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।