ঢাকা, বুধবার, ১০ আশ্বিন ১৪৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মেজর পরিচয়ে প্রতারণা, জামিন মেলেনি তৌহিদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
মেজর পরিচয়ে প্রতারণা, জামিন মেলেনি তৌহিদের

ঢাকা: মেজর পরিচয়ে প্রতারণার অভিযোগে মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় তৌহিদুল ইসলাম শুভ নামে এক আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন।

এদিন আসামিপক্ষে আবু তালেব জ্যাকব জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে আদেশ দেন।

চলতি বছর ১৯ মে শুভকে গ্রেফতার করে র‌্যাব-৪। এরপর র‌্যাব-৪ এর উপ-পরিদর্শক মো. সরদার আরমান বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অন্যের রূপ ধারণ করে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব জানতে পারে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বিভিন্ন চাকরি দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করছে। এরপর র‌্যাব তাকে মিরপুর মডেল থানাধীন এক প্রবাসীর বাড়ি থেকে আটক করে। আটকের পর তার কাছ থেকে সেনাবাহিনীর পোশাক, ব্যাজ ইত্যাদি জব্দ করে।

জিজ্ঞাসাবাদে আসামি তৌহিদ স্বীকার করেন, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণামূলকভাবে কোটি টাকা আত্মসাৎ করেছেন।

বাংলাদেশ সময়: ০৭১৬ ঘণ্টা, জুন ২৬, ২০২৩
কেআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।