ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

নোয়াখালী-১ আসনের সীমানা পুননির্ধারণের বৈধতা প্রশ্নে রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
নোয়াখালী-১ আসনের সীমানা পুননির্ধারণের বৈধতা প্রশ্নে রুল

ঢাকা: নোয়াখালী-১ আসনের বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্ত করে প্রকাশিত গেজেট কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ওই আসনের সাবেক সংসদ্যসহ তিন জনের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (১১ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।

চার সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তাকে রুলের জবাব দিতে হয়েছে।

তিন রিটকারী হলেন, নোয়াখালী-১ আসনের সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, বজরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. ইকবাল হোসাইন চৌধুরী ও বজরা ইউনিয়ন বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম পাটোয়ারী।

পরে মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, নোয়াখালী-১ জাতীয় সংসদের ২৬৮ নং সংসদীয় আসন। চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা, সোনাইমুড়ী উপজেলার ৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে গঠিত। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই সীমানায় এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এবার বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্ত করে সীমানা গেজেট প্রকাশ করা হয়।

তিনি বলেন, নোয়াখালী-১ আসনে থেকে বজরা ইউনিয়নকে সরিয়ে নোয়াখালী-২ আসনে অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পূর্ণরূপে এ সংক্রান্ত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।