ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

শতকোটি টাকা ক্ষতিপূরণ দাবি: যুক্তরাষ্ট্রে থাকায় সময় নিলেন শাকিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
শতকোটি টাকা ক্ষতিপূরণ দাবি: যুক্তরাষ্ট্রে থাকায় সময় নিলেন শাকিব শাকিব খান

ঢাকা: মানহানির অভিযোগে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে করা মামলায় জবাব দাখিল করেননি বিবাদী শাকিব খান।  

সোমবার (১৭ জুলাই) ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের পক্ষে ক্ষতিপূরণ দাবির বিষয়ে জবাব দাখিলের দিন ধার্য ছিল।

 

তবে শাকিব যুক্তরাষ্ট্রে থাকায় এদিন তার আইনজীবী জবাব দাখিলের জন্য সময় আবেদন করেন। সেই আবেদন মঞ্জুর করে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক আগামী ১৩ আগস্ট মামলার পরবর্তী দিন ধার্য করেন।  

৩০ এপ্রিল একই আদালতে শাকিব খানের নামে এ মামলা দায়ের করেন প্রযোজক রহমত উল্লাহ।  

মামলায় মানহানির অভিযোগ এনে ১শ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি।  

নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের মামলা করতে গিয়ে তাকে ভ্যাটসহ সর্বোচ্চ ৫৭ হাজার টাকা কোর্ট ফি জমা দিতে হয়েছে।

১৩ এপ্রিল মানহানির অভিযোগ তুলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে বাদী হয়ে আরও একটি মামলা করেন রহমত উল্লাহ। বাদীর জবানবন্দি নেওয়ার পর পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন আদালত।

এর আগে সংবাদমাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্যে প্রযোজক রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্য করেন শাকিব খান। সেই পরিপ্রেক্ষিতে রহমত উল্লাহর পক্ষে তার আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠান শাকিবকে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৩
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।