ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আইন ও আদালত

ধর্ষণে তরুণী অন্তঃসত্ত্বা, যুবকের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
ধর্ষণে তরুণী অন্তঃসত্ত্বা, যুবকের যাবজ্জীবন  আদালতের রায়: প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম (৪৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৯ জুলাই) সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এমজি আযম এ রায় দেন।

সাজাপ্রাপ্ত রবিউল ইসলামের আশাশুনির মনিপুর গ্রামের মোকছেদ আলী ঢালীর।

আদালত সূত্র জানায়, আশাশুনির মনিপুর গ্রামের এক ব্যক্তি ২০১০ সালের ২৯ জুন তার কন্যাকে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, মনিপুর গ্রামের মোকছেদ আলী ঢালীর ছেলে রবিউল ইসলাম ঢালী (৪৫) তার মেয়েকে প্রায় কুপ্রস্তাব দিত। মামলা দায়েরের ৪-৫ মাস আগে একদিন সন্ধ্যা ৭টার সময় বাদীর মেয়ে (১৯) ঘেরে যাওয়ার পথে রবিউল ইসলাম তাকে জাপটে ধরে পার্শ্ববর্তী মুছা মোল্লার পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।  

এ ঘটনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই তরুণীর বাবা। এ মামলায় আদালতে চার্জশিট দেয় পুলিশ।

বুধবার (১৯ জুলাই) ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় আসামি রবিউলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। তবে, এ মামলার আসামি রবিউল ইসলাম পলাতক।

সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট জহুরুল হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।