ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

জয়পুরহাটে কবিরাজকে হত্যার দায়ে সৎ ভাইয়ের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
জয়পুরহাটে কবিরাজকে হত্যার দায়ে সৎ ভাইয়ের মৃত্যুদণ্ড

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে খাজামুদ্দিন (৮৩) নামে এক কবিরাজকে গলা কেটে হত্যার দায়ে সৎ ভাই সাদ্দাম হোসেনকে (৩২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (২৩ জুলাই) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সিনয়র দায়রা জজ নুর হোসেন এ রায় দেন।

 খাজামুদ্দিন ও সাদ্দাম এক মায়ের সন্তান।  

দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন জেলার ক্ষেতলাল উপজেলার মালিপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।  

বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল।
 
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ক্ষেতলাল উপজেলার দাশড়া ফকিড় পাড়া গ্রামের বাসিন্দা খাজামুদ্দিন ও তার স্ত্রী শাহিদা বেগম রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত ৯টার দিকে সাদ্দাম জোর করে তার বাড়িতে ঢোকার চেষ্টা করেন। ওই সময় বাড়ির গৃহকর্মী মন্তাজ তাকে বাধা দিলে সাদ্দাম প্রথমে মন্তাজকে এবং পরে খাজামুদ্দিনের স্ত্রীকে ছুরিকাঘাত করেন। এরপর ঘরে ঢুকে খাজামুদ্দিনকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান সাদ্দাম। এ ঘটনায় নিহতের ছেলে আলম হোসেন বাদী হয়ে পরের দিন ১২ নভেম্বর ক্ষেতলাল থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আলমগীর হোসেন ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি সাদ্দাম হোসেনের নাম উল্লেখ করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি ও ১৫ জনের সাক্ষ্য নেওয়ার পর অভিযোগ প্রমাণ হওয়ায় রোববার আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নৃপেন্দ্রনাথ মণ্ডল আর আসামিপক্ষে ছিলেন মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।