ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
রাজবাড়ীতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

রাজবাড়ী: রাজবাড়ীতে সুফিয়া বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যার দায়ে তার স্বামী আলম শেখকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ মামলার অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভিন এ রায় দেন।  

আদালত ও মামলা সূত্রে জানা যায়, আলম শেখের বাড়ি কালুখালী উপজেলার চাদমৃগী গ্রামে। ২০১৩ সালের ২৩ মে পারিবারিক কলহের জের ধরে তিনি তার স্ত্রী সুফিয়া বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় পরদিন নিহতের ভাই আব্দুল হামিদ মণ্ডল বাদী হয়ে আলমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় আলম ছাড়াও জিয়াউর রহমান ও সিদ্দিক মোল্লা মধু নামে আরও দুজনকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে তিনজনের নামেই আদালতে চার্জশিট দেয় পুলিশ।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় মঙ্গলবার এ রায় দেন আদালত। আর অভিযোগ প্রমাণ না হওয়ায় মামলার অপর দুই আসামি জিয়াউর রহমান ও সিদ্দিক মোল্লা মধুকে খালাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।