ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে ফেঁসে গেলেন বাদী, এক বছর থাকতে হবে জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে ফেঁসে গেলেন বাদী, এক বছর থাকতে হবে জেলে

মেহেরপুর: মিথ্যা ধর্ষণ মামলা করার অপরাধে রোজিনা খাতুন (৩৩) নামে এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


 
দণ্ডপ্রাপ্ত রোজিনা খাতুন মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মো. মনিরুল ইসলামের স্ত্রী।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তোহিদুল ইসলাম এ রায় দেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০২১ সালের ২৪ এপ্রিল রোজিনা খাতুন বাদী হয়ে বাবলু রহমান নামে এক ব্যক্তির নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মিথ্যা মামলা করলে আদালত তা আমলে নিয়ে পিটিশন ৫৪/২১ মূলে মামলাটি নিবন্ধন করেন। মামলাটির সত্যতা যাচাইয়ের জন্য মুজিবনগর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২১ সালের ১৯ অক্টোবর আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, মামলার কোনো সত্যতা নেই। ফলে আদালত ন্যায়বিচারে বাদীর অভিযোগ নাকচ করেন। এতে বিবাদী বাবলু রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ১৭(১) ধারায় মামলার বাদী রোজিনা খাতুনের বিপক্ষে আইনানুগ ব্যবস্থার পিটিশন দাখিল করেন।
 
চারজনের সাক্ষ্য নেওয়া হয় এ মামলায়। শুনানি শেষে মিথ্যা মামলা করার অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার রোজিনাকে জেল-জরিমানা করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।