ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আইন ও আদালত

রাঙামাটিতে সাবেক ছাত্রলীগ নেতার এক বছরের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
রাঙামাটিতে সাবেক ছাত্রলীগ নেতার এক বছরের জেল

রাঙামাটি: টেন্ডার কার্যক্রমের সময় ঠিকাদারের ছেলেকে মারধর এবং নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় রাঙামাটির কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুর উদ্দিন সুমনকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ আগস্ট) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাহাব উদ্দিনের আদালত এ রায় দেন।

এ ঘটনায় জহির নামে আরও এক আসামিকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।  

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিউল আলম মিয়া এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার সময় মামলার বাদী মো. আব্দুল মালেক ফকির ও আসামি নুর উদ্দিন সুমন আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি জহির আদালতে উপস্থিত ছিলেন না। রায় ঘোষণার পরপরই সুমনকে কারাগারে পাঠানো হয়।  

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ২০২০ সালে ১৬ নভেম্বর ঠিকাদার আব্দুল মালেক ফকিরের ছেলে ওয়াসিম উদ্দিন মামুন কাপ্তাই পিডিবি জেটি ঘাটে টেন্ডার ড্রপ করেন। টেন্ডার ড্রপকে কেন্দ্র করে পরের দিন ১৭ নভেম্বর রাত সাড়ে ৮টায় সুমন ও জহির দলবল নিয়ে একটি ধর্মীয় মাহফিলে থাকা ওয়াসিমকে মারধর করেন এবং ছুরিকাঘাত করেন।  

পরে তার পকেটে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেন তারা। ঘটনার পরের দিন ১৮ নভেম্বর কাপ্তাই থানায় দণ্ড বিধি পেনাল কোড ১৮৬০ সনের ১৪৩/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/১১৪/৩৭৯/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়। শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় বুধবার এ রায় দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।