ঢাকা, মঙ্গলবার, ৯ আশ্বিন ১৪৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ রবিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা  ইকবাল হাসান মাহমুদ টুকু

ঢাকা: প্রায় পাঁচ কোটি টাকার সম্পত্তি ও আয়ের উৎস গোপনের অভিযোগে এক-এগারোর সময় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।  

সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ পরোয়ানা জারি করেন।

 

টুকুক বিচারিক আদালতের ৯ বছর কারাদণ্ডের সাজা বহাল রাখেন হাইকোর্ট। গত ৩০ মে আপিল পুনঃশুনানি শেষে রায় দেন উচ্চ আদালত। গত ২৬ জুলাই ২৭৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এতে ১৫ দিনের মধ্যে টুকুকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। তবে সেই থেকে প্রায় দেড় মাসেও হাইকোর্টের আদেশ মেনে আত্মসমর্পণ করেননি টুকু। হাইকোর্টের আদেশ অমান্য করায় বিচারিক আদালত থেকে আজ এই পরোয়ানা জারি করা হলো৷ 

ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে দুই কোটি ৫৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২১ মার্চ মোহাম্মদপুর থানায় মামলা করে দুদক।

এ মামলায় ২০০৭ সালের ১৫ নভেম্বর টুকুকে ৯ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত।

সেই রায়ের বিরুদ্ধে টুকুর আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ১৬ জুন দুর্নীতির তাকে বেকসুর খালাস দেন হাইকোর্ট।

পরে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক আপিল করে। ২০১৪ সালের ২৭ জানুয়ারি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বাতিল করে তার আপিলের ওপর নতুন করে শুনানির নির্দেশ দেন। শুনানি শেষে হাইকোর্ট তার দণ্ড বহাল রেখে আত্মসমর্পণের এই আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৩
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আইন ও আদালত এর সর্বশেষ