ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

আইন ও আদালত

ট্রেড লাইসেন্সে অন্যান্য ফি নেওয়া বন্ধে ডিএনসিসিকে নোটিশ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
ট্রেড লাইসেন্সে অন্যান্য ফি নেওয়া বন্ধে ডিএনসিসিকে নোটিশ 

ঢাকা: ট্রেড লাইসেন্স রেজিস্ট্রেশন ও নবায়নে অন্যান্য ফি নামে অতিরিক্ত ৫০০ টাকা ফি গ্রহণ বন্ধ চেয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) আইনি নোটিশ দেওয়া হয়েছে।

রোববার (৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সাকিল আহমাদ রেজিস্ট্রি ডাকযোগে সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এ নোটিশ পাঠান।

নোটিশের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব বরাবরে দেওয়া হয়েছে।

পরে আইনজীবী সাকিল আহমাদ জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের জোন-৫ এ ট্রেড লাইসেন্স করতে যাই। গত জুলাই মাসে এ রেজিস্ট্রেশন করতে লাইসেন্স, সাইন বোর্ড, বুক ফির পাশাপাশি অন্যান্য ফি নামে অতিরিক্ত ৫০০ টাকা নিয়েছে। কিন্তু আইনে এ অন্যান্য ফি নেওয়ার কোনো বিধান নেই।  একই সঙ্গে এ অন্যান্য ফি কী বাবদ নেওয়া হচ্ছে সেই বিষয়েও কোনো গেজেট নেই। তাই এ ফি গ্রহণ বন্ধ করতে নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ না করলে আইনের আশ্রয় নেবেন বলে জানিয়েছেন আইনজীবী সাকিল আহমাদ।  

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।