ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে মাদক কারবারির যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
বরিশালে মাদক কারবারির যাবজ্জীবন আদালতের রায়: প্রতীকী ছবি

বরিশাল: বরিশালে এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদি আল মাসুদ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হাবিবুর রহমান ওরফে পারভেজ সিকদার রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী আবুল বাশার।

পলাতক দণ্ডপ্রাপ্ত পারভেজ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মধ্য চরাদি গ্রামের মো. খলিল সিকদারের ছেলে। তিনি বরিশাল নগরের লালদীঘির পাড় এলাকার ইউনুস পুলিশের ভাড়াটিয়া ছিলেন।

মামলার বরাত দিয়ে বেঞ্চ সহকারী বাশার বলেন, ২০১৬ সালের ৯ এপ্রিল রাতে র‌্যাব-৮ এর একটি দল নগরীতে টহলে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহল দলটি নগরীর বটতলা ক্ষিরোধ মুখার্জী লেনের আদম আলী হাজী গলির মুখে অবস্থান নেয়। এ সময় ওই এলাকা অতিক্রমকালে একটি অটোরিকশা থামানোর সংকেত দেয়। র‌্যাবের সংকেত পেয়ে অটোরিকশা থামিয়ে পালানোর চেষ্টকালে চালক পারভেজ সিকদারকে আটক করা হয়।
পরে ওই অটোরিকশা থেকে ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাবের এসআই আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে পরদিন কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

কোতোয়ালি মডেল থানার এসআই কামরুজ্জামান লিজা একই বছরের ৩০ মে একমাত্র পারভেজকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। বিচারক ৭ জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন।

আদালতে আত্মসমর্পণ কিংবা গ্রেপ্তার হওয়ার পর থেকে পলাতক পারভেজ সিকদারের সাজা শুরু হবে বলে জানান ওই বেঞ্চ সহকারী।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ন‌ভেম্বর ৬, ২০২৩
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।