ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আইন মন্ত্রণালয়ে বদলি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৩
শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে আইন মন্ত্রণালয়ে বদলি

শেরপুর: শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এস এম হুমায়ুন কবীরকে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) হিসেবে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ ওসমান হায়দার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বুধবার ৮ নভেম্বরের মধ্যে জেলা জজ মনোনীত কর্মকর্তার কাছে দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সঙ্গে জনস্বার্থে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বাদল। তিনি জানান, প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক এস এম হুমায়ুন কবীরকে শেরপুরের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সালামত উল্লাহর কাছে দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের লিখিত নির্দেশনা দিয়েছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ। চিঠি পেয়ে বিকেলেই নিজের দায়িত্ব হস্তান্তর করেছেন এস এম হুমায়ুন কবীর।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেরপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতে হিসেবে প্রায় সাড়ে তিন বছর ধরে কর্মরত ছিলেন এস এম হুমায়ুন কবীর। সম্প্রতি তার অধীনে বেঞ্চ সহকারী, ক্যাশ সরকার, জারিকারক ও অফিস সহায়কের ১২টি পদে নিয়োগের স্বচ্ছতা নিয়ে পক্ষে-বিপক্ষে বিতর্কের সৃষ্টি হয়।

এদিকে তদন্ত সাপেক্ষে এ নিয়োগ বাতিলের দাবি উঠেছে। অন্যদিকে এ নিয়োগের বৈধতা দিতে আইন মন্ত্রণালয়ের সচিব, জেলা ও দায়রা জজসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের লিগ্যাল নোটিশ করা হয়।  

বাংলাদেশ সময়: ০১১২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।