ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আইন ও আদালত

ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
ভারত সফরে গেলেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান

ঢাকা: লিগ্যাল এইড নিয়ে একটি সেমিনারে অংশ নিতে রোববার (২৬ নভেম্বর) ভারত সফরে গেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

এসময়ে প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বোরহান উদ্দিন।

 

সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য জানা গেছে।  

‘ফার্স্ট রিজিওনাল কনফারেন্স অন অ্যাকসেস টু লিগ্যাল এইড: স্ট্রেনদেনিং অ্যাকসেস টু জাস্টিস ইন দ্য গ্লোবাল সাউথ’ শীর্ষক সেমিনারে অংশগ্রহণ করতে দুপুরে প্রধান বিচারপতি ভারতে যান। আগামী ১ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান বিচারপতির দেশে ফেরার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।