ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আইন ও আদালত

নাশকতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
নাশকতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মীর কারাদণ্ড

ঢাকা: নাশকতার অভিযোগে পাঁচ বছর আগে রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় বিএনপির ১২ নেতাকর্মীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।  বুধবার (০৬ ডিসেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এ রায় দেন।

 

কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাভোগ করতে হবে।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– আনোয়ারুল আজিম, হায়দার আলী বাবলা, মো. আলাউদ্দিন, শওকত, পারভেজ, ইমরান হোসেন ইমু, সাঈদ আহম্মেদ রানা, হাজী ফরহাদ রানা, আরিফ হোসেন বাপ্পি, ফজলুল হক মনি, হাজী মো. নাজিম উদ্দিন ও মো. সোবহান।

পৃথক অভিযোগে দণ্ডবিধির দুটি ধারায় তাদের যথাক্রমে এক বছর ও দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে উভয় ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

২০১৮ সালের সেপ্টেম্বরে বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করে পুলিশ। এরপর পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে বিচার শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৩
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।