ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল (৩২) ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশসহ (৪৩) ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- বাহা উদ্দিন নোবেল, মো. জাকির হোসেন, মো. খন্দকার নজরুল ইসলাম, মো. সুমন, মো. রাকিবুল ইসলাম, মো. নুরুল আমিন পায়েল, মো. কায়কোবাদ হোসেন কবির, মো. লিটন হোসেন ও মো. জাহাঙ্গীর আলম।
এদিন তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৭ ডিসেম্বর রাতে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ডিবি জানায়, খোরশেদ আলম সোহেল ও মেহেদী হাসান পলাশকে গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী, রাজধানীর কাঁটাবনে প্রাইম প্রিন্টার্স নামে একটি ছাপাখানায় অভিযান চালিয়ে ৫০ হাজারের বেশি লিফলেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতায় ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে সেখান থেকে আরও নয়জনকে গ্রেপ্তার করা হয়। যারা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা। তাদের নামে নিউমার্কেট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
কেআই/আরবি