ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আইন ও আদালত

আদালত বর্জন কর্মসূচি বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ: সুপ্রিম কোর্ট বার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
আদালত বর্জন কর্মসূচি বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ: সুপ্রিম কোর্ট বার

ঢাকা: সরকারবিরোধী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচিকে গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থি এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।  

রোববার (৩১ ডিসেম্বর) সমিতি মিলনায়তনে ‘আইন অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসের বিরুদ্ধে’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

 

আগামী ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের পৃথক কর্মসূচি দিয়েছে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীবীরা।

এমন প্রেক্ষাপটে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্পাদক মো. আবদুন নূর দুলাল।

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ন, সাবেক সম্পাদক এস এম মুনীর, ড. বশির আহমেদসহ বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আবদুন নূর দুলাল বলেন, জাতীয় নির্বাচন একটি সাংবিধানিক ধারাবাহিকতা ও বাধ্যবাধকতা। গণতান্ত্রিক ব্যবস্থার ধারাবাহিকতার জন্য নির্বাচন অপরিহার্য। সারা দেশে নির্বাচনী আবহ তৈরি হয়েছে এবং জাতি ৭ জানুয়ারি, ২০২৪ নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে আছে। এ নির্বাচনে অংশগ্রহণ করা বা না করা যেকোনো রাজনৈতিক দলের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু নির্বাচন প্রতিহত করার নামে একটি রাজনৈতিক দলের আইনজীবী ফোরাম আগামী ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের যে ডাক দিয়েছে তা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। এ রূপ কর্মসূচি দেওয়ার এখতিয়ার কোনো আইনজীবী ফোরামের নেই। এ রূপ আহ্বান গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থি এবং বিচার কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপ। এ রূপ কর্মসূচি বিচারপ্রার্থী মানুষের বিচার পাওয়ার অধিকারের পরিপন্থি। বিএনপি-জামায়াত বাংলাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। এ অপশক্তি বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল। আবার তারা বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ অপপ্রয়াসের তীব্র নিন্দা জানাচ্ছে এবং দৃঢ়তার সঙ্গে ঘোষণা করছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও অধস্তন আদালতসমূহ আগামী ১ থেকে জানুয়ারি ৭ এবং তৎপরবর্তী সময়ে যথারীতি খোলা থাকবে।

এরপর একই স্থানে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ‘বিএনপি-জামায়াত কর্তৃক আদালত বর্জন ঘোষণার প্রতিবাদে’ সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।